সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি নয় । এবার কৃষি ও গ্রামীন স্বর্নিভর মেলার আয়জন করলো স্বনির্ভর গোষ্ঠীর কয়েক শো মহিলা।দক্ষিন ২৪ পরগনার ফলতা ব্লকের ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে পাঁচদিন ব্যাপী চলবে এই মেলা।স্বনির্ভর হওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক গ্রাম গঠনের মধ্য দিয়ে অর্থনীতি মজবুত করতে কৃষি ও গ্রামীন স্বর্নিভর মেলার আয়জন।ফতেরপুর পার্শ্বীক্লাবের আয়জনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে দেওয়া হয়েছে ১৫টি স্টল। যেখানে কৃষি মৎস প্রানী দফতরের প্রদর্শনী রাখা হয়েছে।এছাড়াও আছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প। ১৯৮২ সালে ফলতা ব্লকে ফতেপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে পথ চলা শুরু পার্শ্বী ক্লাবের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।ফতেপুর পার্শ্বী ক্লাব স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা মমতা বৈদ্য জানান বর্তমানে ফলতা ,ডায়মন্ড হারবার ২ নং ও বিষ্ণুপুর ২ নং ব্লকে মোট ১৮টি গ্রাম পঞ্চায়েত জুড়ে চলছে কাজ।বর্তমানে রয়েছে ৭৫০টি গ্রুপের ৯০০০ সদস্য।ফলে সপ্তাহে ছয় দিন চলে বিনি পয়সায় প্রশিক্ষন।সংসারের স্বাচ্ছলতা আনতে উদ্যোগী মমতা মলিনার মত স্বনির্ভর মহিলারা। ট্রেলারিং,বিউটিশিয়ান,জরি,পোলট্রি, প্রশিক্ষনের ভুমিকা নেন মহিলারা।আগামী দিন গ্রাম উন্নয়নের ডাক দিয়েছেন অনেকে।পার্শ্বী ক্লাবের সম্পাদক বিধান চন্দ্র জানান এই এলাকায় হাইব্রিড ছেড়ে জৈব্য পদ্ধতিতে চাষ করছেন অনেকে। ফলে রাসায়নিক দূরীকরনের ডাক দেন চাষীরা।মেলা ঘিরে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।গ্রামে গ্রামে প্রতিভাবনদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে তাদের পুরস্কৃত করতে এগিয়ে এলেন ফতেপুর পার্শ্বী ক্লাবের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
আরও পড়ুন: শীতার্ত অসহায়দের পাশে মানবিক উষ্ণতায় জি আর পি থেকে চ্যারিটেবল ট্রাস্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584