বীণাপানির মর্তে আগমন

0
229

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বীণাপানি মা সরস্বতীর আরেক নাম। এবার এই নামে এক মানবীর আগমন ঘটতে চলেছে মর্তে। সে গ্রামের রানী বীণাপানি। ‘গ্রামের রানী বীণাপানি’ ধারাবাহিকে সে-ই কেন্দ্রীয় নারী চরিত্র। গ্রামের ভালমন্দ দেখাই তার একমাত্র কাজ। সে গুণীও বটে। গ্রামের উন্নয়নসাধনে সে সদা তৎপর। এর জন্য সোশ্যাল মিডিয়াতেও তার নাম ছড়িয়ে পড়ে। সকলের কাছে সে গ্রামের রানী বীণাপানি।

Gramer Rani Binapani | newsfront.co

ওদিকে গল্পের নায়ক শতদ্রু রায়চৌধুরী একজন সফল, ধনী ব্যবসায়ী। ‘শক্তি রাইস অ্যান্ড ফ্লাওয়ার’-এর মালিক সে। শতদ্রু স্বীকার করে না তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠার পিছনে গ্রামবাসীর ভূমিকা রয়েছে। কিন্তু জিনিসে ভেজাল মিশিয়ে তার দায় গ্রামবাসীর উপর চাপায় সে। প্রতিবাদের আগুনে গর্জে ওঠে বীণাপানি। এরপর একদিন শতদ্রু তাকে কোম্পানি চালানোর দায়িত্ব দেয়৷ বীণাপানি দায়িত্ব নেয়। শতদ্রুর চ্যালেঞ্জ গ্রহণ করে সে। কেন শতদ্রু নিজের চেয়ার ছেড়ে দেয় এই কন্যেকে? সেটাই বড় প্রশ্ন।

Tele serial | newsfront.co

বীণাপানির চরিত্রে আনিমেরি টম। টেলিভিশনে অভিষেক ঘটতে চলেছে তাঁর এই ধারাবাহিকের হাত ধরে। বলতে দ্বিধা নেই, দেবাদৃতা (জয়ী), পল্লবী (জবা)-দের মতো আরও এক নতুন মুখ উপহার দিতে চলেছেন সুশান্ত দাস।শতদ্রুর চরিত্রে হানি বাফনা। ‘প্রথমা কাদম্বিনী’ শেষ হওয়ার পর হানি বাফনার স্টার জলসার সঙ্গে এটি দ্বিতীয় কাজ।

আরও পড়ুনঃ বিক্রমের সুরে হরিহরণের গানের ভিডিওতে নায়িকা প্রিয়াঙ্কা

সুশান্ত দাসের প্রযোজনায় ‘টেন্ট প্রোডাকশন্স’-এর ব্যানারে আসছে ধারাবাহিক ‘গ্রামের রানী বীণাপানি’। ৮ মার্চ থেকে সোম থেকে রবি রাত ৯ টায় দেখুন ‘গ্রামের রানী বীণাপানি’ স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here