নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করোনা ভাইরাস সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হলো। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল চলতি মাসে লস অ্যাঞ্জেলেসে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে আগামী ১৪ মার্চ ২০২১, জানিয়েছেন গ্র্যামির এক পদস্থ কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে, লস অ্যাঞ্জেলেসে কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে ব্যাপক আকারে।
হাসপাতালগুলি পরিপূর্ণ, এমনকি, আইসিইউ বেডও পূর্ণ বেশির ভাগ হাসপাতালে। রাজ্য প্রশাসনের কোভিড গাইডলাইন মাথায় রেখে এই মুহূর্তে অনুষ্ঠান পিছিয়ে দেওয়াই তাঁরা ঠিক বলে মনে করছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ও সুরক্ষার থেকে বেশি জরুরি কিছু হতেই পারে না।
আরও পড়ুনঃ বার্সেলোনা দলে আবার করোনা হানা, বন্ধ মেসিদের অনুশীলন
এই বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য সব থেকে বেশি নমিনেশন রয়েছে বিয়ন্সের। ৮ টি ক্যাটাগরিতে ৯ টি নমিনেশন আছে তাঁর। টেলর সুইফট, ডুয়া লিপা এবং রেপার রডি রয়েছেন এর পরেই।
আরও পড়ুনঃ ঘাতক করোনার নয়া স্ট্রেন, ব্রিটেনে ফের লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের
জানা গিয়েছে করোনা সংক্রমণের হঠাৎ বৃদ্ধির ফলে পরিবর্তন হয়েছে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584