দিদার ঘর করা টাকা আত্মসাৎ, অভিযুক্ত নাতনি

0
76

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

grand mother | newsfront.co
ইমরাতুন বেওয়া, ভুক্তভোগী বৃদ্ধা। নিজস্ব চিত্র

অর্থই অনর্থের মূল কারণ, তা ফের একবার প্রমাণিত। দিদার টাকা আত্মসাৎ করল নাতনি। জীবন সায়াহ্নে এসে তাই নিজ টাকা ফেরত পাবার আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন ওই বৃদ্ধা। মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িপাড়া এলাকার বাসিন্দা ইমরাতুন বেওয়া গত ২০১৮ – ১৯ এর মাইনোরিটি ওম্যান গৃহ প্রকল্পের ৬০ হাজার টাকা পায়। কিন্তু তার নাতনি বানুয়ারা খাতুন সেই বৃদ্ধা মহিলাকে বার্ধক্য ভাতার নাম করে ব্যাঙ্কে নিয়ে গিয়ে সই করিয়ে ৬০০০০ টাকা আত্মসাৎ করে।

local person | newsfront.co
শরিফুল মন্ডল, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

যার ফলে ওই বৃদ্ধা মহিলা এখন বিপাকে পড়েছে। কারণ সরকারি নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকার ঘর করার পর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। নাতনির টাকা নেওয়ার জন্য সেই বৃদ্ধা মহিলা ঘর তৈরি করতে পারেনি।

আরও পড়ুনঃ মাথাভাঙায় বিজেপি- তৃণমূলের সংঘর্ষ,নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস

panchyat member | newsfront.co
মোহাঃ মফাফুজুল হক, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চিকিৎসক নিগ্রহের ঘটনায় উত্তেজনা ছড়াল বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে

ফরিদপুর অঞ্চল তৃণমূলের মেম্বারের স্বামী জানান, এর আগে জলঙ্গি থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু ওই বৃদ্ধা মহিলার নাতনি আশ্বাস দিয়েছিল যে তার দিদার টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি। অন্যদিকে বানুয়ারা খাতুন তৃণমূলের একজন কর্মী।

যার জন্যই কি প্রশাসন কিছু করছে না এই নিয়ে উঠছে প্রশ্ন? যদিও বা আজ ওই বৃদ্ধা মহিলা ডোমকল মহকুমা শাসক ও থানার দ্বারস্থ হন। তবে আগামীতে ইমরাতুন বেওয়ার কী হয় তাই এখন দেখার জলঙ্গিবাসীদের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here