নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
মানসিক ভারসাম্যহীন নাতিকে ফিরে পেতে প্রায় এক মাস ধরে বালুরঘাটে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধা দিদিমা। বাংলাদেশী ঐ বৃদ্ধা বালুরঘাট থানা থেকে বালুরঘাট আদালতে নাতিকে ফিরে পাওয়ার আশায় ঘুরে বেড়ালেও কোন উপায় খুঁজে পাননি।এদিকে দীর্ঘ দিন বিদেশ বিভুঁয়ে থাকায় টাকা পয়সা ও শেষ।লোকের দয়ায় কোনরকমে জীবিকা নির্বাহ চলছে। জানা গিয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সালংগা থানার হাটিকুমরুল গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে স্বপন দাস (২৫) ছেলেবেলা থেকেই মানসিক রোগী।মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যেত,আবার কিছুদিন পর ফিরে আসত।গত ২০ সেপ্টেম্বর সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এবিষয়ে স্বপনের বাবা সালংগা থানায় নিখোঁজ ডায়েরি করেন।পরবর্তীতে জানতে পারেন যে তার ছেলে ঘুরতে ঘুরতে ভারতে চলে আসে এবং বর্তমানে সে বালুরঘাট জেলা সংশোধনাগারে বন্দি রয়েছে।এই খবর জানার পর স্বপনের দিদিমা রাধা দাস পাসপোর্ট নিয়ে এদেশে আসেন সমস্ত কাগজপত্র নিয়ে এবং প্রায় এক মাস ধরে বালুরঘাটে রয়েছেন। কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেও নাতিকে ফিরে পাননি।তবুও আশা ছাড়েননি বৃদ্ধা রাধা দাস,মাটি কামড়ে রয়েছেন বালুরঘাটে। তবে এই জটিল প্রক্রিয়া থেকে মানসিক ভারসাম্যহীন নাতিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন কি না জানেন না তাও।
আরও পড়ুনঃ কর্মী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ মেদিনীপুর পৌরসভায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584