রাসেল ঝড়ে কেকেআর দুশ’দুই

0
198

স্পোর্টস ডেস্ক:-

ছবি-সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামের বাইরে বিক্ষোভের ঝড় ওঠে। খেলা শুরু নিয়ে সন্দেহ ছিল।কিন্তু শুরু হল এবং হল তা হল আবার ঝড় শুরু।এবার ঝড় তুললেন আন্দ্রে রাসেল। ইনিংসের শেষ বলেও ছক্কা মেরে অপরাজিত থাকলেন ৩৬ বলে ৮৮রান করে।শেষ পর্যন্ত কেকেআর করল ৬ উইকেটে ২০২।

একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে একাই টেনে তুলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। মাত্র ৩৬ বলে ১১ ছয় এবং একটি চারের সাহায্যে ৮৮ রানের দানবীয় এক ইনিংস খেলেন রাসেল।

ঝড় তোলার আগেই আজ সুনীল নারিনকে ফেরান হরভজন সিং। হরভজন সিংহের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন নারিন। মাত্র ৪ বলে ১২ রান করে ফেরেন নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।

দ্বিতীয় উইকেটে রবীন উথাপ্পাকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ক্রিস লিন। রবিন্দ্র জাদেজার বলে  বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করে ফেরেন কলকাতার এই ওপেনার।

এরপর সময়ের ব্যবধানে ফেরেন নিথিস রানা, রবীন উথাপ্পা ও রিংকু সিং। রিংকু ফেরেন মাত্র ২ রানে। ১৪ বলে ১৪ রান করেন রানা।

শুরু থেকে অসাধারণ খেলতে থাকা উথাপ্পাকে অসাধারণ এক থ্রোইংয়ে রান আউট করেন সুরেশ রায়না। ১৬ বলে তিন ছয় এবং ২ বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন উথাপ্পা।

শেষের দিকে ষষ্ঠ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক (২৫)।

কলকাতা নাইট রাইডার্স একাদশ:সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, পীযুশ চাওলা, টম কোরান, কুলদীপ যাদব, বিনয় কুমার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here