আমেরিকায় দু’মাসের জন্য স্থগিত গ্রীনকার্ড দেওয়ার প্রক্রিয়া

0
53

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে গ্রীনকার্ড দেওয়ার প্রক্রিয়া আপাতত ৬০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই ঘোষণার পরই বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের ক্ষেত্রে জোর জল্পনা শুরু।

Donald Trump | newsfront.co
ফাইল চিত্র

যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনা কবলিত হয়ে মারা গেছেন। এই নিয়ে একদিকে যেমন করোনা মোকাবেলা করতে মরিয়া হয়ে পড়েছে ট্রাম্প সরকার। পাশাপাশি দেশে ধুঁকতে থাকা অর্থনীতিকে সামাল দিতে হতবুদ্ধিকর হয়ে গত সপ্তাহে ট্রাম্প লকডাউন তোলার ঘোষণা দেবার পর ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে ঘটনাচক্রে রেকর্ড ৪৫০০ জনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজ:রিলায়েন্স জিওর ৯.৯ শতাংশ শেয়ার কিনল ফেসবুক

বিভিন্ন তথ্য সমীক্ষায় প্রকাশ পাচ্ছে তীব্র গতিতে বাড়ছে বাড়বে বেকারত্ব। আর এই খবরের জেরে কার্যত দিশেহারা ট্রাম্প সরকার। বিশ্লেষকদের একাংশের মত করোনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা চরম হারে দুর্দশাগ্রস্ত। তাই অর্থনীতির দুর্দশাকে সামাল দিতেই হয়তো ট্রাম্প বৈদেশিক অভিবাসনে কোপ দিলেন।

কর্মসংস্থানে যাতে বিদেশি অভিবাসনের জেরে চাপ না পড়ে সেজন্য হয়তো ট্রাম্পের ৬০ দিন গ্রিন কার্ড দেবার কার্য স্থগিত করার ঘোষণা। তবে আগামীতে গ্রীন কার্ড দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত আরও বাড়বে কিনা সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প জানিয়েছেন অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here