কেষ্টর প্রেসক্রিপশন মেনে প্রচারে সবুজ নকুলদানা বিলি

0
213

সুদীপ পাল,বর্ধমানঃ

Green nakul dana on election promotion
নকুলদানা।নিজস্ব চিত্র

বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা ঢাক-ঢোল-করতাল ব্যান্ড পার্টির সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন।তারসাথেই নকুলদানা বিলি করা হল রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে।তবে নকুলদানার রং সাদা ছিল না, ছিল সবুজ।

আরও পড়ুনঃ ভোট প্রচারে নাবালক,বিপাকে তৃণমূল

প্রশ্ন উঠছে, বীরভূমের অনুব্রত মণ্ডলের নির্বাচনী দাওয়াই নকুল দানায় মন মজানোর চেষ্টা দুর্গাপুরে? দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় থেকে হুডখোলা জিপে ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা হয়ে ২১ নং ওয়ার্ড পর্যন্ত প্রচার করেন মমতাজ সংঘমিতা। যদিও বিরোধীরা এই নকুলদানা দেওয়ার বিষয়টিকে ততটা পাত্তা দিচ্ছেন না।তাঁদের বক্তব্য মানুষ নিজের চোখে সবটাই দেখছে।তার প্রভাব পড়বে ভোটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here