নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহের মধ্যেই আজ, শনিবার দেশজুড়ে গণেশের আরাধনায় মেতেছেন সকলে। কিন্তু গণেশ পুজোতেও বাধ সাধলো করোনা। প্রতিবছর সারা দেশে গণেশ চতুর্থীর এই দিনটি ধুমধাম করে পালিত হয়ে এলেও এবার করোনা পরিস্থিতির কারণে নমো-নমো করেই চলছে গণেশ আরাধনা।
গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংরাজি ও হিন্দি, দুই ভাষাতেই টুইট করেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “গণেশ চতুর্থীর পবিত্র উত্সব উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আমাদের সবার ওপরে বর্ষিত হোক। সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক।”
आप सभी को गणेश चतुर्थी की बहुत-बहुत बधाई। गणपति बाप्पा मोरया!
Greetings on the auspicious festival of Ganesh Chaturthi. May the blessings of Bhagwan Shri Ganesh always be upon us. May there be joy and prosperity all over.
— Narendra Modi (@narendramodi) August 22, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন টুইট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দিতে তিনি লেখেন, “সকল দেশবাসীকে শ্রী গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা”।
समस्त देशवासियों को गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/R9EoBe5aVG
— Amit Shah (@AmitShah) August 22, 2020
আরও পড়ুনঃ নতুন নির্বাচন কমিশনার হলেন প্রাক্তন অর্থ সচিব রাজীব কুমার
অন্যদিকে রেলমন্ত্রী পীযূষ গয়াল টুইটে লেখেন যে, তিনি আশা করছেন গণেশ দেবতা সবাইকে দেশ ও সমাজের সেবা করার জন্য আরও অনেক শক্তি দেবেন। হিন্দিতে তিনি টুইট করেন, “গণেশ চতুর্থীর শুভ তিথিতে সকল দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী গণেশ সবাইকে দেশ ও সমাজের সেবা করার জন্য আরও অনেক শক্তি দান করুন।”
गणेश चतुर्थी के पावन अवसर पर सभी देशवासियों को मेरी शुभकामनाएं।
विघ्नहर्ता भगवान श्री गणेश आप सभी के जीवन को हर्षोल्लास और खुशियों से पूर्ण करें, तथा देश और समाज की सेवा के लिये सभी को अधिक शक्ति और सामर्थ्य प्रदान करें। pic.twitter.com/gMJKrdsmza
— Piyush Goyal (@PiyushGoyal) August 22, 2020
তিনি আরও লেখেন, “আজ সমগ্র দেশের জন্য মঙ্গলকর্তা-বিঘ্নহর্তার আশীর্বাদ দরকার। গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584