আরামবাগে কৃতিদের সংবর্ধনা

0
69

নাহিদা বেগম,আরামবাগঃ

আরামবাগের হরিণখোলায় নবাবীয়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় পীর নগর নবাবীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে রবিবার আরামবাগ মহকুমার সমস্ত মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মূলত হাই মাদ্রাসা, মাধ্যমিক, আলিম, ফাজিল ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা বিশেষ কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব এনে দিয়েছে, তাদের উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠান। এদিন সভার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ,সাহিত্যিক সেখ হাসান ঈমাম সুষ্ঠু ও সুচারুরূপে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নিজস্ব চিত্র

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ পন্ডিত, শিক্ষা রত্ন উপাধি প্রাপ্ত শিক্ষক মওলানা সৈয়দ আব্দুল আজিজ আল মুফতি । তিনি আগামী প্রজন্মের কাণ্ডারি ছাত্র ছাত্রীদের নৈতিকতা,মূল্যবোধ ও মানবিক, সর্বোপরি মানুষ হওয়ার কথা পবিত্র কোরআন ও মনীষীদের জীবনাচার থেকে আলোকপাত করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা( উঃ.মাঃ) র বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন , ছাঁদ্রা হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার অধিকারী , বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন খাঁ ও সেখ মাসুম , প্রাক্তন শিক্ষক সেখ জহিরুদ্দিন ,নজরুল ইসলাম মল্লিক , রশিদুল ইসলাম ,আজিজুল হক মণ্ডল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের কর্মকর্তা দের মধ্যে অন্যতম মহঃ সেলিম মিদ্যা, সেখ সেলিম ও সেখ আফতাকুল ইসলাম বলেন, এ ধরনের অনুষ্ঠান এই সংগঠনের মাধ্যমে প্রতি বছরই করি এবং আগামীতেও যাতে এই অনুষ্ঠান করতে পারি তার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। মওলানা সৈয়দ আব্দুল আজিজ আল মুফতির দোওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here