অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। নতুন আইসিসি চেয়ারম্যান মনে করছেন না টেস্ট চ্যাম্পিয়নশিপ করলে টেস্ট ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে বলে।
আইসিসির নতুন চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কল তিনি বলেছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এখনও কিছুই উন্নতি হয়নি টেস্টের যতটা ভাবা হয়েছিল। বার্কলের কথায়, যে করোনা মহামারীতে ক্ষতি হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তায়।
তিনি জানান, “আমি মনে করি না যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে টেস্ট ক্রিকেটে তেমন কিছু উন্নতি হয়েছে। করোনা কারণে চ্যাম্পিয়নশিপে বাধা পড়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ করার উদ্দেশ্য ছিল টেস্ট ক্রিকেটে রুচি জাগানো।
এক আদর্শিক দৃষ্টিভঙ্গি দেখে তার বেশিরভাগ সুবিধা পাওয়া যাবে, তবে আমি সম্মত নই। টেস্ট ক্রিকেট যেখানে ছিল সেখানেই আছে অন্য উপায় বের করতে হবে টেস্টের জনপ্রিয়তা ফিরিয়ে আনার।“ মাঝপথে বন্ধ হবে না পরের বছর সেটা যদিও এখনও ঠিক হয় নি।
আরও পড়ুনঃ বিরাটের কাছে অধিনায়কত্ব চাপ নয়: হরভজন
প্রসঙ্গত, আইসিসি সাম্প্রতিক সময়ে বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমের পরিবর্তন করেছে। যার পরে অস্ট্রেলিয়া ভারতকে পিছনে ফেলে দিয়েছে। টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১ সালে লর্ডসের ময়দানে খেলা হবে। কোভিড -১৯ মহামারি চলাকালীন সময়ে যদিও বেশ কয়েকটি টেস্ট সিরিজ স্থগিত হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584