ভারতের তরুণদের সামনে অস্ট্রেলিয়ানরা প্রাইমারি স্কুলের ছাত্র বলছেন চ্যাপেল

0
79

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটের তরুণ ক্রিকেটারদের নিয়ে খুশি প্রাক্তন ভারতীয় কোচ ও প্রাক্তন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ভারতের তরুণ ব্রিগেডকে অস্ট্রেলিয়ার তরুণ দলের পাশে ‘প্রাইমারি স্কুলের বাচ্চা মনে হচ্ছে’ বলে মন্তব্য করেন গুরু গ্রেগ।

Greg Chappell | newsfront.co

নিজের কলমে গ্রেগ লেখেন, “ ভারতীয় ক্রিকেটারদের দেখুন। অনূর্ধ্ব-১৬ বয়স থেকেই ওরা প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে শিখে যায়। যতদিনে ওরা প্রথম একাদশে সুযোগ পাচ্ছে, ততদিনে অলরাউন্ড দক্ষতা শানিয়ে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। জাতীয় দলে তখন ওদের সাফল্যের হার অনেক বেড়ে যায়। ভারতের তরুণ ব্রিগেডের পারফরমেন্স তারিফ যোগ্য।”

আরও পড়ুনঃ ভারতকে হারানো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রুট

চ্যাপেলের তির অস্ট্রেলিয়ার তরুণ উইল পুকভস্কি এবং ক্যামেরন গ্রিনের উপর, যাঁরা সিরিজে দাগ কাটতে ব্যর্থ। গ্রেগ লেখেন, “আমার লিখতে ভয় হচ্ছে। কিন্তু ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতার তুলনায় উইল পুকভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলের ছাত্র।”

আরও পড়ুনঃ ধোনি না নিজের পরিচয় চান ভারতীয় ক্রিকেটে পন্থ

দু’দেশের বিনিয়োগের তুলনা করতে গিয়ে চ্যাপেল লিখেছেন, ইলেকট্রিক গাড়ির যুগে ১৯৬০-এর হোল্ডেন মডেল এখন চলবে না। তাঁর ভাষায়, “তরুণ ক্রিকেটার দের পেছনে কত বিনিয়োগ করছে বোর্ড সেখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগ তরুণ দের পেছনে সেভাবে নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here