নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আবার গ্রেনেড হামলার শিকার জম্মু ও কাশ্মীর। শ্রীনগরের মৌলানা আজাদ রোড এ, একটি বাজারে জঙ্গিরা গ্রেনেড হামলা করায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছে। মৃত এক জন।
#Terrorists lobbed a #grenade on #civilians near #HSHStreet area in #Srinagar. Information is preliminary in nature. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) November 4, 2019
আহতদের মধ্যে রয়েছে বেশ কিছু এসএসবি কর্মীও। আপাতত, আহতদের নিকটবর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর প্রধানমন্ত্রী দাবি করেছিলেন এরপর থেকে ভূস্বর্গের বাতাবরনে প্রশান্তি ফিরে আসবে।
#Breaking: Grenade attack at Amira Kadal area of #Srinagar, at least 20 injured. Some of them in critical condition and are shifted to SMHS hospital. Security Forces have cordoned off the area.@asifsuhaf pic.twitter.com/hoNomKV6Kq
— News24 India (@news24tvchannel) November 4, 2019
কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর ভাবে বিপরীত হয়ে পড়ায় ক্ষুব্ধ সাধারন জনগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584