১৮ পূর্ণ হয়ে ১৯-এ পা দিল পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Greta Thunberg | newsfront.co
গ্রেটা থুনবার্গ। ফাইল চিত্র

১৮ বছর পূর্ণ হল পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গের। রবিবার ১৮ বছর বয়স পূর্ণ হয় তাঁর। এই সুইডিশ কন্যা ২০০৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। স্কুল পালিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে সে। এদিন জন্মদিন উপলক্ষ্যে টুইট বার্তায় গ্রেটা সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “অবশেষে আমি মুক্ত! আজ রাতে তোমরা আমাকে স্থানীয় জলবায়ুর পিছনের সব অন্ধকার, স্কুল ধর্মঘট এবং আমার অশুভ নিয়ন্ত্রক যারা আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না তাদের সম্পর্কে রহস্য প্রকাশ করতে দেখবে।”

সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থুনবার্গ ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। তখন থেকে তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিতি পান। ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’ লেখা একটি ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান এবং শুক্রবার স্কুল ফাঁকি দেওয়া শুরু করেন। বিশ্বব্যাপী ছাত্র-ছাত্রীদেরকেও তিনি আহ্বান জানান যেন তারা তার সাথে প্রতিবাদে যোগ দেয়।

আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্তের আর্জি জানিয়ে এফবিআইকে চিঠি

এরপরই সোশ্যাল মিডিয়ায় তার সেই বিক্ষোভ ভাইরাল হয়। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা গ্রেটার প্রতিবাদের আদলে প্রতিবাদ শুরু করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তব্য দিতে নিউ ইয়র্কেও যান গ্রেটা।এবং পরবর্তীতে ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয় গ্রেটা থুনবার্গকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here