গ্রেটার মুকুটে ‘টাইম পার্সন অফ দি ইয়ার’ খেতাব

0
47

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সুইডিশ জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গকে ‘টাইম পার্সন অফ দি ইয়ার’ খেতাবে নির্বাচিত করা হয়েছে। বিদেশি গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট সূত্রে জানা যায়, বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টাইমস্‌ লিখেছে, ১৬ বছর বয়সী এই যুবতী বিশ্বজুড়ে জলবায়ু সম্পর্কিত অনিশ্চিত আশঙ্কাকে এক সামগ্রিক আন্দোলনের রূপ দিয়েছেন।

greta thunberg | newsfront.co
গ্রেটা থানবার্গ। চিত্র সৌজন্যঃ গ্রেটা থানবার্গ, টুইটার

টাইমস্‌ আরও জানিয়েছে, তিনি একজন সাধারণ কিশোরী মেয়ে, যিনি ক্ষমতার বিরুদ্ধে সত্য কথা বলার সাহস দেখিয়ে একটি প্রজন্মের আইকন হয়েছেন। মানুষের জন্য জলবায়ুর যে পরিবর্তন ও ক্ষতি হয়ে চলেছে সারা বিশ্বে, তার বিরোধিতা করে সুইডেনে শুক্রবার একটি বিক্ষোভের সূচনা হয়েছিল। স্কুল-কলেজ বন্ধ ছিল এ দিন।

টাইমস্‌ গ্রেটার প্রশংসা করে বলে, সে একমাত্র ব্যক্তিত্ব যে বিশ্বের নেতা এবং শিল্পপতিদের প্রতি প্রশ্ন করেছিল, গ্লোবাল ওয়ার্মিং প্রতিহত করতে তারা কোনও পদক্ষেপ না নিয়ে কিভাবে নিজেদের নাম, যশ, চাকচিক্যের প্রতি মনোনিবেশ করেছে।

আরও পড়ুনঃ সিরিজ জয় ভারতের

মাদ্রিদে জাতিসংঘের সিওপি ২৫ তম জলবায়ু সামিট এ গ্রেটা বলেছিলেন, সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি তখন সৃষ্টি হয়, যখন সিইও এবং রাজনীতিবিদরা বিশ্বের নাগরিকদের দেখান সত্যিকারের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে; কিন্তু আদতে কিছুই করা হয় না কয়েকটি সৃজনশীল পিআর প্রজেক্ট আর অ্যাকাউন্টিং ছাড়া।

সম্মেলনে রাজনীতিবিদরা ২০১৫ সালের প্যারিস চুক্তিটি বাস্তবায়নের কাজ শুরু করেছেন যা উষ্ণায়ন সীমাবদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে।

বুধবার, মাদ্রিদে আলোচকদের নজর ছিল ব্রাসেলসে, যেখানে ইউরোপীয় ইউনিয়নে গ্রিন ডিলের ঘোষণা হয়েছে – গ্রিনহাউস-গ্যাস নির্গমনকে কমিয়ে দেওয়ার নতুন পরিকল্পনা জারি করে। জার্মানির পরিবেশমন্ত্রী স্বেঞ্জা শুলজে আশা করেছিলেন যে এই চুক্তিটি মাদ্রিদে সম্মেলনের আলোচনাকে উৎসাহ জোগাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here