ওয়েবডেস্কঃ
বয়স মাত্র ১৬ বছর । সেই ছোট্ট মেয়েই নোবেল কর্তপক্ষের টনক নড়িয়না নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন । তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদী সুর তোলা সুইডিস কর্মী গ্রেটা থুনবার্গ । পোল্যান্ড এবং দাভোস ফোরামে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সম্মেলনে তার বক্তৃতা গোটা বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছিল । বর্তমানে সারা বিশ্বের পড়ুয়াদের কাছে তিনি এক নতুন অনুপ্রেরণা, নতুন উদাহরণ ।
নোবেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় এই বছরে নোবেল পুরস্কারে ৩০৪ জন প্রার্থীর নাম রয়েছে। যার মধ্যে ২১৯ জন ব্যক্তি এবং ৮৫ টি প্রতিষ্ঠান। এদের মধ্যে গ্রেটা থুনবার্গ অন্যতম ।
গ্রেটাকে নোবেল দেওয়ার প্রসঙ্গে নরওয়েজিয়ান সমাজতান্ত্রিক সাংসদ ফ্রেডি আন্দ্রে ওভস্টগার্ড বলেন ,”আমরা গ্রেটা থুনবার্গকে এই কারণেই মনোনীত করেছি কারণ জলবায়ু পরিবর্তনের (fight against climate change) জন্য আমরা কিছু না করলে তা যুদ্ধ দ্বন্দ্ব ও উদ্বাস্তু বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে ।”
উল্লেখ্য গত বছরের শেষের দিকে এবং এই বছরের জানুয়ারিতে দাভোসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সময়েই গ্রেটা বিশ্বের বিভিন্ন দপ্তরে তাবড় নেতাদের সতর্ক বার্তা দেন “পরিবর্তন আসছে। তা ওদের পছন্দ হোক বা না হোক।”
দ্য গার্ডিয়ান সূত্রে খবর, বিশ্বব্যাপী ১০৫ টি দেশের ১,৬৫৯ টি শহরে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
এনডিটিভি সূত্রে খবর ,এই গ্রেটা থুনবার্গ এক সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন।
উল্লেখ্য,২০১৪ সালে মালালা ইউসুফজাই মাত্র ১৭ বছর বয়সে নোবেল জয়ী হয়েছিলেন । গ্রেটা থুনবার্গ মাত্র ১৬ বছর বয়সে নোবেলের জন্য মনোনীত হয়েছেন । তার নোবেল পাওয়া প্রসঙ্গে থুনবার্গ তার টুইটারে লিখেছেন “এই মনোনয়নের জন্য আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আগামীকাল আমরা আমাদের ভবিষ্যতের জন্য স্কুলস্ট্রাইক শুরু করব এবং যতদিন করতে হয় ততদিনই করব। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584