তুফানগঞ্জে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা

0
39

মনিরুল হক, কোচবিহারঃ

১০০ দিনের কাজ নিয়ে উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ভৈরবেরটারি এলাকায়। যদিও এই ঘটনায় কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

tmc group | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সুপারভাইজার মেহেরুল ইসলাম কয়েকজন শ্রমিক নিয়ে একশো দিনের আওতাভুক্ত বাঁধের কাজ সংস্কার করাতে যান। তিনি এলাকার স্থানীয় তৃণমূল নেতা।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কেশপুরে প্লাবিত ৫০টি গ্রাম, দুর্গত মানুষদের সাহায্য করছে প্রশাসন

অভিযোগ, তিনি এলাকায় গেলেই কাজে বাধা দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিচন খাতুন এবং বুথ সভাপতি। এই খবর চাওর হতেই দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক মণ্ডলের অনুগামীরা একত্রিত হন। অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বেও বেশ কিছুজন একত্রিত হয়। এতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দু-পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এরপরই এক পক্ষ পিছু হটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শান্ত হয় এলাকা।

tmc members | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিচন খাতুন জানান, এদিন অবৈধ ভাবে এলাকায় ১০০ দিনের কাজ করতে এসেছিল ফারুক মণ্ডলের অনুগামীরা। তৃণমূল কংগ্রেস অবৈধ কাজের স্বীকৃতি দেয়না। তাই আমরা কাজে বাধা দিয়েছি। কাজে বাধা দিতেই বহিরাগতদের এলাকায় নিয়ে আসে ফারুক মণ্ডলের লোক। এই অবস্থা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। তাই এলাকার লোক স্বতঃস্ফূর্ত ভাবে একত্রিত হয়েছেন।

আরও পড়ুনঃ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

tmc member | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা গোলাম নবি মন্ডল জানান, এদিন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী ১০০ দিনের কাজে বাধা দেন। দুষ্কৃতীরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে নেই। তারাই এদিন সরকার অনুমোদিত কাজে বাধা দেয়। পাশাপাশি জননেতা তথা দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক মণ্ডলের প্রতি কুৎসা রটায়। এই ঘটনায় আমরা এলাকায় একত্রিত হয়েছি। ফারুক মণ্ডল আমাদের নির্দেশ দিলে আমরা এলাকা ছেড়েদি।

আরও পড়ুনঃ শিলাবতী নদীর পাড় ভেঙে দাসপুরে প্লাবিত একাধিক এলাকা

দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক মণ্ডল জানান, ১০০ দিনের কাজে বাধা দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে। কাজে বাধা দেওয়ার ঘটনায় দলের বা বিরোধী দলের কেউ জড়িত থাকলে তাদের প্রতি আইনানুগ এবং দলের কেউ জড়িত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here