তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জনশূন্য তুরুগরীহাট

0
86

পিয়ালী দাস,বীরভূমঃ

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম।এবার ঘটনাস্থল সদাইপুর থানার অন্তর্গত তুরুগরীহাট গ্রাম।জনশূন্য গোটা গ্রাম। তৃণমূলের দুই ব্লক সভাপতির সমর্থকদের লড়াই।সিউড়ি ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি স্বর্ণময় সিংহের অনুগামী সেখ গরিব ও দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা নাথ মিত্রের অনুগামী সেখ ইমলাক গোষ্ঠীর সংঘর্ষ।

পুলিশী তৎপরতা। নিজস্ব চিত্র

অভিযোগ আজ সকালবেলা ভোলানাথ মিত্রের নির্দেশে তার অনুগামীরা নিজেদের সমর্থক প্রমাণ করার জন্য বাড়ি বাড়ি সই করতে বেরিয়েছিল সেখ গরিব।হঠাৎই সেই সময় স্বর্ণময় সিংহের অনুগামী শেখ ইমলাক দলবল নিয়ে তাদের ওপর হামলা করে, ব্যাপক বোমাবাজি করা হয় শেখ গরিবের লোকজনকে লক্ষ্য করে।বোমাবাজি করা হয় সে গরিবের বাড়িতেও।এই ঘটনায় আহত হয়েছে দুই তৃণমূল কর্মী।
শেখ গরিবের বক্তব্য আমরাই আদি তৃণমূল, কিন্তু বর্তমানে এখন আমাদেরকে ভুলে যাচ্ছে স্বর্ণময় সিংহ। আমাদের কথা শোনে না সে।নতুন গোষ্ঠী বানিয়েছে স্বর্ণময়,সে কারণেই আমরা এখন ভোলানাথের অনুগামী হয়েছি।তার নির্দেশ মেনে সমস্ত কাজ করছি।তার নির্দেশেই গিয়ে ছিলাম সই করাতে,কিন্তু আমাদের ওপর ব্যাপক বোমাবাজি করা হয়, প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় আমাদের।অপরদিকে সেখ ইমলাকের বক্তব্য আমরাই তৃণমূল।গরিব বিজেপি আশ্রিত দুষ্কৃতী।জোর করে বাড়ি বেড়াতে গিয়েছিল সই করাতে।সাধারন মানুষ সই না করায় বোম মেরে ভয় দেখিয়ে সই করাচ্ছিল তারা।আমরা এই ঘটনার সাথে কোনভাবেই যুক্ত নয়।

যদিও ইমলাকের লোকজন গ্রাম ছাড়া। জনশূন্য হয়ে পড়েছে গোটা গ্রাম।নতুন করে যাতে আর বোমাবাজি বা কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই ঘটনাস্থলে রয়েছে সদাইপুর থানার পুলিশ। নামানো হয়েছে র‍্যাফ টহলদারি চালাচ্ছে গোটা গ্রাম।

আরও পড়ুনঃ নিখোঁজ ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার গলসিতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here