বদরুল আলম, বাঁকুড়া:
বাঁকুড়া জেলার তালডাংরা এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জান মহম্মদ মল্লিককে কুপিয়ে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করে তালডাংরা থানার পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে, বিচারক আগামী ২২শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক তুষার ভট্টাচার্যের অনুগামী । প্রসঙ্গত, বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক তুষার ভট্টাচার্যের অনুগামীদের সাথে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীদের এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে এই এলাকায় ।
তালডাংরা এলাকার আমডাংরায় বাইক মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দলীয় অফিস ভাঙ্গচুর , বাইক ভাঙ্গচুর ও বাইকে আগুন লাগানোর ঘটনা ঘটে । তার পরই বুধবার ড্যামনমারা গ্রামে কাক ভোরে কুপিয়ে খুন করা হয় প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামী জান মহম্মদকে । ফলে, নুতন করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তালডাংরা এলাকায় চড়ছে রাজনৈতিক উত্তেজনা পারদ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584