বদরুল আলম,বাঁকুড়া:
আগামী পঞ্চায়েত ভোটে কোন বিরোধী রাজনৈতিক দল নয়, নিজেদের দলীয় নেতাদের গোষ্ঠী দ্বন্দ্বই প্রধান প্রতিপক্ষ । ‘আর, এতেই আমরা নিজেদের সাংঠনিক ক্ষমতা নিজেরাই দূর্বল করছি’ -গত কাল ও আজ বাঁকুড়ায় দলীয় সাংগঠনিক ক্ষমতা জরিপের বৈঠকে এমন উপলব্ধির কথা উল্লেখ করে এই দ্বন্দ্ব বন্ধ করতে কড়া হুঁশিয়ারী দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলের ধারে পাশে কোনো প্রতিপক্ষ নেই । আমরাই আমাদের প্রতিপক্ষ হতে থাকলে, পঞ্চাায়েতে টের না পেলেও, আগামী লোকসভা ভোটে বিজেপি হয়তো বেগ দেবে ।
এই প্রসঙ্গ তুলে ব্লক ধরে ধরে নেতাদের বিবাদ মেটাতে বলেন তিনি এবং ভোটের আগে না মেটালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারীও দেন । এবং ব্লকে -ব্লক সভাপতি ও অঞ্চলে অঞ্চল সভাপতিকে মেনে চলার এবং এদের সাথে বিধায়ক ও জেলা নেতৃত্বকে সমন্বয় গড়ে তুলে কাজ করার নির্দেশও দেন । বলেন, বিধায়কদের দলকে নিয়ে কাজ করতে হবে ।
ইন্দাসের গোষ্ঠী বাজীর জন্য বিধায়ক গুরুপদ মেটেকে হুঁশিয়ারী দেন তিনি ।বৈঠকে গুরুপদ ও সেখ রবিউলের দ্বন্দ্ব নিয়ে পরিবেশ গরম হয়ে ওঠে । পাত্রসায়রে স্নেহেশ মুখোপাধ্যায়, নব পাল,বাবলু সিংদের কোন্দল মিটিয়ে এক সাথে কাজ করতে বলেন । বড়জোড়া শিল্পাঞ্চলে নেতাদের কথায় কথায় পথ অবরোধ, কারখানায় বিক্ষোভে সামিল হওয়া যে, শাসক দলের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলছে, সেই প্রসঙ্গ তুলে, এসব বন্ধের নির্দেশ দেন ওখানকার নেতাদের । সোনামুখীতেও কোন্দল মেটাতে বলেন । বৈঠকে,এক ব্লকের নেতা অভিষেক কে সরাসরি অভিযোগ করে বলেন, জেলা নেতারাই ব্লকে ব্লকে গোষ্ঠী দ্বন্দ্ব জিইয়ে রাখছে।
সবে মিলে বিভেদ ভুলে পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে দলের জন্য কাজে নামার নিদান দিলেন যুবরাজ অভিষেক ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584