করোনা আক্রান্ত কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

0
34

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রীয় মন্ত্রীসভায় ফের করোনার থাবা। এবার কোভিড আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। ইতিমধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।

Gajendra Singh Sekhawat | newsfront.co
গজেন্দ্র সিং শেখাওয়াত। ফাইল চিত্র

এদিন টুইট করে তিনি লেখেন, ‘‘অসুস্থবোধ করায় এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করিয়েছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ নিজেদের আইসোলেশনে রাখুন এবং করোনা পরীক্ষা করান। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন।’’

আরও পড়ুনঃ ভুল স্বীকারে আগ্রহী নন, সুপ্রিম কোর্টে জানালেন প্রশান্ত ভূষণ

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ আর বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী যে করোনা সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই মন্ত্রী অর্জুন সিং মেঘওয়ালও করোনায় আক্রান্ত হয়েছিলেন। একইদিনে করোনা পজিটিভ হন আরেক মন্ত্রী কৈলাস চৌধুরিও। এছাড়া গত ৮ অগাস্ট কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকও করোনায় আক্রান্ত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here