মাটির নীচে সোনার ভান্ডার, জিএসআই তথ্য দিল ঝাড়খন্ড সরকারকে

0
75

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

গুপ্তধনের সন্ধানে কোনোদিন বেরিয়েছেন? ধরুন আপনি জানেন না, কিন্তু আপনার বাড়ির পাশেই রয়েছে সোনার খনি। তাহলে কেমন হবে? একবার ভাবুন তো। গল্প নয়, সত্যি। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ভিতার দাড়ি গ্রামে সোনার খনির সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই খনিতে প্রায় ২৫০ কিলোগ্রাম সোনা মজুত রয়েছে বলে জানায় জিএসআই।

Gold | newsfront.co
প্রতীকী চিত্র

গত ৩ জুন ঝাড়খণ্ড সরকারকে খনি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়। জিএসআই সূত্রে খবর, সোনা উত্তোলনের জন্য খুব শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে সরকারের কাছে। জানা যায়, ওই গ্রামে অনুসন্ধান চালানোর সময় ৬০০ মিটার গভীর ৬ টি গর্ত করা হয়। সেখান থেকে সাতশোর বেশি নমুনা সংগ্রহ করে জিএসআই। তারপরই পরীক্ষার করে সোনার খনির বিষয়ে নিশ্চিত হন আধিকারিকরা।

আরও পড়ুনঃ আমেদাবাদেই করোনার বলি হাজার পেরলো

তবে, জিএসআই-এর আধিকারিকরা এই খনিতে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছিলেন ২০০৯-১০ সাল থেকেই। এই খনিতে জি-ফোর স্টেজের অনুসন্ধান শুরু করেন তাঁরা। তারপরই জানা যায় যে, ভূস্তরের প্রায় ১৫০ মিটার গভীরে মজুত রয়েছে স্বর্ণ ভান্ডার। করোনা আবহে যখন ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পরেছে ঠিক সেই সময় এরকম সোনার খনির সন্ধান পাওয়ায় অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here