ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
যান্ত্রিক ত্রুটির কারণে শেষপর্যন্ত সফল হলো না মিশন, সঠিক গতিপথে লঞ্চ করা সম্ভব হলো না আর্থ অবজারভেশন উপগ্রহ ইওএস-৩; জানালো ইসরো।
ইসরোর জিএসএলভি- এফ ১০ রকেট উৎক্ষেপণ সফল ভাবেই হয়েছিল। গতকাল একটি টুইটের মাধ্যমে ইসরো কর্তৃপক্ষ জানান যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে জিএসএলভি- এফ ১০ উৎক্ষেপণ সম্ভব হয়েছে। কিন্তু শেষপর্যন্ত উপগ্রহটি সঠিক গতিপথে লঞ্চ করা যায়নি। ইসরো সূত্রে জানা গিয়েছে যান্ত্রিক জটিলতা ছিল ক্রায়োজেনিক স্তরে।
আরও পড়ুনঃ মার্শাল নামিয়ে পাশ বীমা বেসরকারিকরণ বিল, ‘গণতন্ত্রের হত্যা’ দাবি বিরোধীদের
এই মিশনের লক্ষ্য ছিল, ইওএস-৩ কে জিওস্টেশনারি কক্ষপথে পৌঁছে দেওয়া। এই উপগ্রহটি তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস যাতে দ্রুত পাওয়া যায় সেই উদ্দেশ্যে। অর্থাৎ বিভিন্ন রিয়েল টাইম উপগ্রহ চিত্র ইসরোর হাতে দ্রুত এসে পৌঁছতে পারতো যা বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত সম্পর্কে অনেক আগে থেকে জানা সম্ভব হতো পাশাপাশি, ক্ষয়ক্ষতি এড়ানোর আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হতে পারতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584