জিএসটি-তে বাংলা সবচেয়ে বেশি লাভবান হয়েছে! দাবি কৈলাসের

0
46

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

জিএসটি লাগু হবার পর সবচেয়ে বেশি লাভ যদি কোন রাজ্য পেয়েছে, তবে তা পশ্চিমবঙ্গ বলে দাবি করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ তিনি ঝাড়গ্রাম শহরে একটি দলীয় কার্যক্রমে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান।

bjp party | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতির আগের হিসাব অনুসারে, তিনি দাবি করে বলেন ইউপিএ সরকারের সময়ে পশ্চিমবঙ্গ যা পেতো তার তুলনায় এই রাজ্য ৩৩ শতাংশ বেশি অর্থ পাচ্ছে এই সরকারের সময়ে। দেশের প্রধানমন্ত্রী কে তিনি ‘উদারবাদী’ আখ্যা দিয়ে বলেন, ‘দুর্ভাগ্য যে বাংলার মুখ্যমন্ত্রী সব বিষয়ে রাজনীতি করেন।‘ এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে চলতে চান না বলেও তিনি অভিমত প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে আহতদের সাথে দেখা করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী

রাজ্যে সদ্য অনুষ্ঠিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রসঙ্গে শ্রী বিজয়বর্গী বলেন, মুখ্যমন্ত্রী এই রাজ্যের পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও কোনো চিন্তা করেন না বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি এও জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মাত্র তিরিশ শতাংশ মানুষের উন্নতির জন্য কাজ করছেন, বাকীদের কোনো উন্নতি করছেনা, আমরা ক্ষমতায় এলে একশ শতাংশ মানুষের জন্য কাজ করবে, বাংলাকে আবার সোনার বাংলা গড়বো আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here