ডিসেম্বরে বাড়ল জিএসটি আদায়

0
69

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অতিমারীর ধাক্কা কাটিয়ে নতুন বছরে কি ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি? সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও গত ডিসেম্বর মাসে জিএসটি আদায় আশার আলো দেখাচ্ছে। ডিসেম্বর মাসে ১.১৫ লক্ষ কোটি টাকা কেন্দ্রের ঘরে ঢুকেছে শুধুই জিএসটি বাবদ। তার কারণ হিসেবে বলা যায়, উৎসবের মরশুমে উপভোক্তার চাহিদা বেড়েছে এবং সেটা অর্থনীতিতেও প্রতিফলিত হয়েছে।

GST Collection | newsfront.co
প্রতীকী চিত্র

অতিমারী আক্রান্ত বছরের শেষ মাসের মোট জিএসটি আদায়ের পরিমাণ ১,১৫,১৭৪ কোটি টাকা। ২০১৭ সালের ১ জুলাই জিএসটি কার্যকর হওয়ার পর থেকে এটাই সর্বাধিক। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, গত ২১ মাসে এটা সর্বাধিক বৃদ্ধি মাসিক রেভেনিউয়ে। অতিমারী পর্বের পর দ্রুত অর্থনীতি চাঙ্গা হওয়া এবং দেশজুড়ে জিএসটি খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরুন এমন উন্নতি সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ টিকা নিলেও নিয়মে ফাঁকি চলবে না- সতর্ক করল মোদী

জানা গিয়েছে, ডিসেম্বরে আমদানিকৃত পণ্যের থেকে রাজস্ব এসেছে ২৭ শতাংশ বেশি। এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে রাজস্ব বৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ গত বছর এই মাসের নিরিখে। গত ২০১৯ সালে ডিসেম্বরে প্রায় ১.০৩ লক্ষ কোটি টাকা জিএসটি বাবদ আদায় হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here