নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশে জিএসটি চালু হওয়ার চার বছর পূর্ণ হলো আজ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে জানালেন সাধারণ মানুষের ওপর থেকে অনেকটাই ট্যাক্সের বোঝা কমানো সম্ভব হয়েছে জিএসটি-র মাধ্যমে। বর্তমানে যে কোন পণ্যের ওপর শুধুমাত্র ১১.৬ শতাংশ জিএসটি দিতে হয় মানুষকে।

টুইটে তিনি লিখেছেন, আরএনআর কমিটি প্রস্তাবিত রেভিনিউ নিউট্রাল রেট ছিল ১৫.৩ শতাংশ, সে তুলনায় জিএসটির হার অনেকটাই কম, শুধুমাত্র ১১.৬ শতাংশ। পরোক্ষ কর কাঠামোর জটিলতার পরিবর্তে সরল, প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থা ভারতের বাজারকে অনেক স্বচ্ছতা দিতে সক্ষম হয়েছে। টুইটে তিনি আরো লিখেছেন , ‘জিএসটি-র মাধ্যমে দেশের অর্থনীতির সংস্কার করা হয়েছে অনেকটাই মানবিক আঙ্গিকে।’
Overall, GST rates have been reduced on 400 goods and 80 services. Given that, in the pre-GST regime, the combined Centre and States rates were more than 31% on most of the items; this reduction marks a significant relief for the taxpayer. #4yearsofGST
(1/8) pic.twitter.com/cQCaibTr4W— Ministry of Finance (@FinMinIndia) June 30, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জিএসটি-র চার বছর পূর্তি উপলক্ষে একই ভাবে প্রশংসা করে বলেন দেশের পরোক্ষ কর কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব হয়েছে জিএসটি চালু করার ফলে। ‘জিএসটি এমন একটি মাইলফলক, যা চালু হওয়ার পরে বদলে গিয়েছে দেশের অর্থনীতির মানচিত্র।’
আরও পড়ুনঃ করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের
সাধারণ মানুষের ওপর থেকে কমেছে করের বোঝা। বেড়েছে দেশের ট্যাক্স সংগ্রহের পরিমাণ কিন্তু নাগরিকদের সুরাহা হয়েছে তাতে, তাঁদের দিতে হচ্ছে কম পরিমাণ ট্যাক্স। এর আগে এক্সাইস ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সহ ১৭ ধরণের ট্যাক্সের বোঝা কমে গিয়ে একমাত্র জিএসটি দিতে হয় তাঁদের। সরলীকরণ সম্ভব হয়েছে পরোক্ষ কর কাঠামোর। সরকারের বড় সার্থকতা এখানেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584