নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের টিকর্বারিয়া ২১৫ নং আইসিডিএস সেন্টারে চাল বিলির সময় দেখা গেল চালে পোকা। এই অভিযোগে বিক্ষোভ দেখালেন শিশুদের অভিভাবকেরা।
আজ সেপ্টেম্বর মাসের মাসিক চাল বিলি করার সময় অভিভাবকেরা দেখেন যে চালে পোকা। তখন অভিভাবকেরা সকলে মিলে চাল না নিয়ে ভালো চালের দাবি রাখেন।
আরও পড়ুনঃ দলের পুনরুত্থান ঘটানোয় চ্যালেঞ্জ, তৃণমূলের নয়া জেলা কমিটির
আরও পড়ুনঃ বৃষ্টির জল জমে রাস্তার বেহাল দশা জলঙ্গির দেবীপুরে
অভিভাবকদের দাবি, সরকার ভালো চাল দিচ্ছে কিন্তু তাদের তা মিলছেনা।স্কুলের শিক্ষিকা সমেজান খাতুন জানান যে, “আমার কিছু করার নেই। চাল গত এক মাস আগে আসলেও বিলির অর্ডার না থাকার কারণে বিলি করতে পারিনি। এখন চাল বিলি করতে গেলে দেখা যায় যে চালে পোকা।”
বর্তমানে সেই চাল বিলি করতে বলেছে বলে জানান শিক্ষিকারা।এই খারাপ চাল কেন বিলি করতে বলছেন আধিকারিকরা সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।
এই খারাপ চাল খেয়ে শিশুরা অসুস্থ হলে তার দায়িত্ব কে নেবে বলেও প্রশ্ন তোলেন অভিভাবকরা। দিন আনা দিন খাওয়া পরিবারের শিশুদের সরকারি সাহায্যে এমন বেহাল দশা নিয়ে উঠছে প্রশ্ন। উঠছে কাটমানি প্রসঙ্গও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584