স্কুলের বেতন মকুবের দাবিতে আন্দোলনে অভিভাবকরা

0
54

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে স্কুলের বেতন মকুবের দাবিতে আন্দোলন শুরু করলেন রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের অভিভাবকরা।

guardian | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন রায়গঞ্জে উকিলপাড়ায় অবস্থিত কেজি স্কুলের সামনে অভিভাবক মঞ্চের পক্ষ থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, লকডাউনের মধ্যে বিদ্যালয় বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারেনি।

অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র ছাত্রীদের অভিভাবকদের কাছে চিঠি দিয়ে তিন মাসের বেতন বিদ্যালয়ে জমা করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বললে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে বিভিন্ন নথি চাইলে পরিস্থিতি ঘোড়ালো হয়ে ওঠে।

আরও পড়ুনঃ বিজেপিতে মোহভঙ্গ, দলবদল করে ৮ গ্রাম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ

অভিভাবকদের দাবি, ‘লকডাউনের ফলে আমরা আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আমরা তিন মাসের বিদ্যালয়ের বেতন দিতে অপারগ।’

অভিভাবকদের দাবি, বিদ্যালয়ে যে সব ছাত্র ছাত্রীদের পরিবারের অবস্থা লকডাউনের জন্য একদম খারাপ হয়েছে, তাদের প্রত্যেকের বিদ্যালয়ের বেতন মকুব করতে হবে। তাদের দাবি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here