শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নো স্কুল নো ফি দাবি নতুন কিছু নয়। লকডাউন এরপর থেকেই এই দাবিতে একের পর এক স্কুলগুলিতে বিক্ষোভ দেখিয়েছে অভিভাবকরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেউ চিঠি লিখে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার শহরের অন্যান্য বেসরকারি ইংরেজি মাধ্যম দুই স্কুলের অভিভাবকরা আবারও বিক্ষোভ দেখালেন বেহালা ন্যাশানাল জেমস এবং ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন স্কুলে।
অভিভাবকদের দাবি, লকডাউনে টানা তিন মাস ধরে স্কুল খোলেনি। অথচ স্কুল কর্তৃপক্ষ পূর্ণ বেতনের দাবি করছে। তারা শুধুমাত্র টিউশন ফি দিতে রাজি, কিন্তু অন্যান্য খরচ দিতে রাজি নন।
লকডাউনের ফলে অনেকেই অর্থনৈতিক সঙ্কটে রয়েছেন। তাই এমন পরিস্থিতিতে আর্থিক অনটনের জন্য তারা টিউশন ফি ছাড়া অন্য কোনো বাড়তি ফি দিতে পারবেন না। এই দাবিতে অভিভাবকরা দু’টি স্কুলের সামনে জমায়েত হয় বিক্ষোভ দেখান।
আরও পড়ুনঃ পুলিশ-পুরসভা যৌথ উদ্যোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে জারি লকডাউন
অভিভাবকরা আরও জানান, যতক্ষণ না পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ এই দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবিলম্বে স্কুলের প্রিন্সিপাল কে এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে দুই স্কুল কর্তৃপক্ষ অবশ্য সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584