মনিরুল হক, কোচবিহারঃ
করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বাইরে আটকে পড়েছে উচ্চ শিক্ষার জন্য যাওয়া এরাজ্যের বহু ছাত্র-ছাত্রী। কিন্তু তাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আসতে নিষেধ করেছিল। কিন্তু দীর্ঘ ১ মাস লকডাউন চলাকালীন ছাত্রছাত্রী ও তার অবিভাবকদের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন প্রদেশের থাকা ছাত্র-ছাত্রীদের বাড়িতে আসার অনুমতি দিয়েছে রাজ্য ও কেন্দ্র। তারা যদিও আসতে শুরু করেছে বলে গতকাল সাংবাদিক বৈঠক করে নবান্ন থেকে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
জানা গেছে, কোচবিহারের মাথাভাঙার বেশ কিছু ছাত্রছাত্রী রাজস্থানের কোটাতে পড়াশোনার জন্য আছেন। তারা গতকাল রাজস্থান থেকে রওনা দিয়েছেন। আগামীকাল শিলিগুড়িতে এসে পৌঁছবেন। পরবর্তী সময়ে প্রশাসনকে নির্দেশ দেয় সেই মোতাবেক তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ব্যবস্থা গ্রহণের আগেই মাথাভাঙার বেশকিছু অভিভাবক মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তাদের যেন সেখান থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদিন সেখানে অভিভাবকদের পক্ষে মন্দিরা তালুকদার, দিলীপ সাহা, সুব্রত দাস, সুদেব পাল প্রমূখ মহকুমা শাসকের সঙ্গে দেখা করে লিখিত আবেদন জানান।
আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ প্রাইভেট টিউশন, অভাবে মহকুমা শাসককে স্মারকলিপি মাথাভাঙার গৃহশিক্ষকদের
অভিভাবকদের পক্ষে মন্দিরা তালুকদার জানান, আমাদের ছেলেমেয়েরা কোটা থেকে আসার পর তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকতে পারে তার জন্য অনুরোধ জানানো হল। তিনি আরো বলেন, সরকারি বিধি নিষেধ মেনে আমাদের ছেলেমেয়েদের ঘরে রাখার ব্যবস্থা করব। কোনরূপ আইন অমান্য করলে প্রশাসন যা ব্যবস্থা নেবে তা মাথা পেতে নেব।
এবিষয়ে মহকুমা শাসক জিতিন যাদব বলেন, অভিভাবকদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584