ওয়েবডেস্কঃ-
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী শহর গুয়াতেমালা থেকে প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত ফুগো আগ্নেয়গিরি থেকে ভয়ানক লাভা উদ্গীরনের ফলে নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন।এই ঘটনায় আহত হয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ, নিখোঁজ অসংখ্য । হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
দেশের জাতীয় দুর্যোগ সংস্থা কনরেড জানিয়েছে, লাভার স্রোত গ্রামে প্রবেশ করেছে। ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হয়ে ভেতরে থাকা লোকজন দগ্ধ হয়ে মারা যায়। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা শহরের লা অরোরা বিমানবন্দরও বন্ধ করে রাখা হয়েছে।
স্কাই নিউজ সূত্রে জানাগেছে গতকাল দুপুরের ঠিক আগেই মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়। স্থানীয় সময় বিকাল ৪টে থেকে লাভা প্রবাহিত হতে থাকে। এর ফলে আশপাশের গ্রামগুলোতে ধোঁয়া ও কালো ছাই নির্গত হয়ে ছড়িয়ে পড়েছে।অগ্ন্যুৎপাতের কারণে নাকি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এল রোদেও নামের একটি গ্রাম। সেখানকার অধিকাংশ মানুষই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশের সিসমোলজি অ্যান্ড ভলক্যানোলজি ইনস্টিটিউট জানিয়েছে যে অগ্ন্যুৎপাতের লাভা প্রবাহের তাপমাত্রা ছিল ১৩০০ ডিগ্রি ফারেনহাইট(৭০০ সেলসিয়াস) ।
(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584