নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ভোটারদের জন্য গ্লাভস, অনলাইন নমিনেশন, স্যানিটাইজার, বিহার বিধানসভা ভোটের একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন, নোভেল করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, তার সাথে ভোটারদের পরতে হবে গ্লাভস, ফেস মাস্ক, ভোটকেন্দ্র স্যানিটারাইজ করতে হবে, রাখতে হবে স্যানিটারাইজারের ব্যবস্থা।
এছাড়া মনোনয়নপত্রের কাজ হবে অনলাইনে এবং জামানতের অর্থ ও জমা করতে হবে অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। নির্বাচনী প্রচার নিয়েও আছে বিধিনিষেধ। রোড শো এর ক্ষেত্রে মানতে হবে কন্টেন্টমেন্ট বিধি। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে একসাথে পাঁচজনের বেশি যাওয়া যাবে না।
ভোটগ্রহণের একদিন আগে ভোটকেন্দ্র সম্পূর্ণ ভাবে স্যানিটারাইজ করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা থাকবে। ভোটের কালি লাগানোর ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মানতে হবে। ইভিএম স্পর্শ করার আগে ভোটদাতাকে পরতে হবে গ্লাভস। যথেষ্ট পরিমাণ গ্লাভস, স্যানিটাইজার, মাস্কের ব্যবস্থা থাকতে হবে।
পোলিং অফিসার এবং ভোটগ্রহণের সাথে জড়িত যেকোন কর্মীর জন্য পিপিই কিট, ফেস মাস্ক, ফেস শিল্ডের ব্যবস্থা রাখতে হবে। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য ভোটকেন্দ্রে একসঙ্গে ১৫০০ জনের বদলে ১০০০ জন ভোটার প্রবেশ করতে পারবেন। প্রতিটি বিধানসভা এবং উপনির্বাচনের ক্ষেত্রে এইসব বিধি প্রযোজ্য।
আরও পড়ুনঃ অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে আরও দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের
কোভিড পজিটিভ রুগী এবং যাঁরা কোয়ারেন্টাইনে আছেন তাঁরা ভোট দেবেন শেষ পর্বে। তাঁদের ভোট গ্রহণের সময় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট চিকিৎসা আধিকারিক এবং সেক্টর ম্যাজিস্ট্রেট। কন্টেনমেন্ট এলাকার ভোটারদের জন্য আরও কিছু বিধি আরোপ করবে নির্বাচন কমিশন, আপাতত কমিশনের তরফে সেরকমই জানানো হয়েছে। ভোটগণনার ক্ষেত্রেও কিছু নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন।
একটি ঘরে সাতটির বেশি টেবিল বসানো যাবে না, অর্থাৎ একটি কেন্দ্রের ভোট গণনা হবে তিন চারটি ঘর মিলিয়ে। প্রতিটি গণনা ইউনিট এবং ভিভিপ্যাটের বাক্স স্যানিটাইজ করে নিতে হবে। ভোট গণনার আগে এবং পরে গণনাকেন্দ্র স্যানিটারাইজ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584