শ্যামল রায়,পূর্বস্থলীঃ
স্বামী ভিন রাজ্যে কর্মসূত্রে থাকার কারণে স্ত্রীকে প্রতিবেশী এক যুবক কুপ্রস্তাব দেয়। বধু সম্মতি না থাকার কারণে ওই বধূকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। পূর্বস্থলী থানার পুলিশ অভিযোগ পেয়ে প্রতিবেশী যুবককে গ্রেফতার করে এবং কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত যুবক এর নাম গোপাল দাস তার বাড়ি পূর্বস্থলী থানার কুকশিমলা গ্রামে।প্রতিবেশী ওই যুবক বারবার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।বধু রাজি না থাকার কারণে বাড়িতে ঢুকে ওই বধুকে শ্লীলতাহানি করে এবং ভয় দেখিয়ে মারধর করে বলেও অভিযোগ।
……….……………………
স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রী’র
শ্যামল রায়,কালনাঃ
কালনার জিউধারা এলাকার বাসিন্দা মিতালিকে তার স্বামী মানসিক শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ উঠেছে।এমনকি স্বামী অজয় ঘড়ুই স্ত্রীকে যেমন মারধর করে সন্তানকেও তেমনি মারধর করে বলে অভিযোগ।
মিতালী দেবী স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়।পুলিশ সূত্রে খবর যে অভিযোগ পেয়েছি অভিযুক্ত স্বামী পলাতক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584