নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
গুজরাতের চেয়ে সংস্কৃতিতে এগিয়ে বাংলা। আশি বছর আগের এই উদ্ধৃতি নিয়েই আগুন লাগলো টুইটারে। বিতর্কে জড়িয়ে পড়লেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশিষ্ট ঐতিহাসিক রামচন্দ্র গুহ এই টুইট করেছিলেন।
টুইটে লেখা ওই উদ্ধৃতি দেখেই ক্ষিপ্ত হয়ে যান অনেক গুজরাতি। দলমত নির্বিশেষে সবাই বলেন যে এটা ঠিক বলছেন না রামচন্দ্র গুহ।
"Gujarat, though economically advanced, is culturally a backward province… . Bengal in contrast is economically backward but culturally advanced".
Philip Spratt, writing in 1939.— Ramachandra Guha (@Ram_Guha) June 11, 2020
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ভারতবাসীকে বিভক্ত করার যে চেষ্টা চলছে, তার থেকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন যে গুজরাত ও বাংলা দুই রাজ্যই ভালো। কেউ কারোর থেকে পিছিয়ে নেই। বিপাকে পড়ে অবশ্য দায় ঝাড়ার চেষ্টা করেন রাম গুহ।
আরও পড়ুনঃ করোনা সঙ্কটের মাঝে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম
তিনি বলেন যে কোনও উদ্ধৃতি শেয়ার করার মানে এটা নয় যে তিনি সেটাকে সমর্থন করছেন। তবে রামচন্দ্র গুহ-র টুইট লেখা উদ্ধৃতির এই অংশ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও বাঙালি রাজনীতিবিদকে জড়াতে দেখা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584