নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যপাল আচার্য দেওরাতের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। এক অপ্রত্যাশিত রাজনৈতিক পরিস্থিতির উন্মেষ। যদিও স্পষ্ট জানা যায়নি ঠিক কি কারণে ইস্তফার সিদ্ধান্ত নিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তবে শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান দল তাঁকে সংগঠনের কাজে ফেরাতে চায়, সেকারণেই ইস্তফার সিদ্ধান্ত।
গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেনিয়ে এখন জল্পনা রাজনৈতিক মহলে। তবে পাল্লাভারি গুজরাটের প্রভাবশালী পাটিদার সম্প্রদায়ের নেতা নিতিন প্যাটেলের দিকে। নিতিন এখন বিজয় রুপানি মন্ত্রীসভার উপ মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরসূরি বাছতে আগামীকাল রবিবার বৈঠকে বসছে বিজেপি নেতৃত্ব।
Gujarat Chief Minister Vijay Rupani resigns pic.twitter.com/J8hl8GCHui
— ANI (@ANI) September 11, 2021
অন্যদিকে, আগামী বছরের শুরুতে ফের বিধানসভা নির্বাচন গুজরাটে। তার আগেই কেন মোদী-শাহ ঘনিষ্ঠ বিজয় রুপানির ইস্তফা এনিয়ে এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। তবে বিজেপি-র একটি সূত্রের বক্তব্য, রুপানি দলীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেছেন একথা ঠিক তবে জৈন সম্প্রদায়ের নেতা বিজয় রুপানিকে সেই অর্থে ‘জননেতা’ বলা যায় না। উল্লেখ্য, এই এক বছরে উত্তরাখণ্ড, কর্ণাটক ও তারপরে গুজরাট – এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের পথে হাঁটলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584