গুজরাটে ফের খুলল স্কুলের দরজা, শুরু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পঠনপাঠন

0
54

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই অধিকাংশ রাজ্যে খুলে যাচ্ছে স্কুল, কলেজ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলল স্কুলের দরজা। আজ, বৃহস্পতিবার থেকে গুজরাটের স্কুলগুলিতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পঠনপাঠন শুরু হল।

School to reopen
সৌজন্যেঃ এনডিটিভি

গুজরাটের আমেদাবাদের একটি স্কুলের ছাত্রী অন্যা শাহ বলেন, “দীর্ঘ প্রায় ১.৫ বছর পর স্কুল খুলল, এতে আমি খুব খুশি। বন্ধুদের সঙ্গে বহুদিন পর দেখা হবে। তবে আমরা কোভিড বিধিনিষেধ মেনেই স্কুলে আসবো। এখন আমাদের সকলে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে।”

করোনার দ্বিতীয় ঢেউ সরে যাওয়ার পর দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করা হয়েছে। জোর দেওয়া হয়েছে টিকাকরণে। এদিকে, দেশে গত ২৪ ঘন্টায় বেড়েছে সংক্রমণের সংখ্যা।

আরও পড়ুনঃ এবার গুগলের মাধ্যমেই হবে ভ্যাকসিনের স্লট বুকিং

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ০৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন। মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৯ জনের। দেশের মোট অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ১৮১ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here