বিজ্ঞাপন বিতর্ক, গুজরাতে গয়না প্রস্তুতকারক সংস্থার শোরুমে হামলা হিন্দুত্ববাদী সমর্থকদের

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মুসলিম পরিবারে বিয়ে হয়েছে হিন্দু পরিবারের মেয়ের। পরবর্তিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর হিন্দু মতে সাধের অনুষ্ঠান আয়োজন করেছে মুসলিম পরিবারটি। সম্প্রতি প্রকাশ্যে আসা বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থার এহেন বিজ্ঞাপন নিয়েই শুরু হয় বিতর্ক।

poster | newsfront.co
হামলাকারীদের লাগানো সেই পোস্টার

‘লাভ জিহাদ’ বা ভিন্ন সম্প্রদায়ের বিয়েতে উৎসাহ দেওয়ার অভিযোগে সেই বিজ্ঞাপনের উপর চটে যায় নেটিজেনদের একাংশ। বিজ্ঞাপন বয়কটের দাবি তোলা হয়। চাপের মুখে পড়ে সেই বিজ্ঞাপন সরিয়েও নেওয়া হয় গয়না প্রস্তুতকারক সংস্থাটির পক্ষ থেকে।

এ প্রসঙ্গে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল অনুভূতি নিয়ে এমন কাজ করায় আমরা দুঃখিত। আমাদের কর্মী, স্টোর স্টাফ ও অংশীদারীদের ভাবাবেগে আঘাত হানতে পারে, এদিকটি মাথায় রেখে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের সব বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

এবার গুজরাতে হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়ল সংস্থার শোরুম। বিতর্কিত বিজ্ঞাপন ইস্যুতে কচ্ছ জেলার গান্ধীধাম শহরে শোরুমের কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সমর্থকদের বিরুদ্ধে।

পাশাপাশি গয়নার দোকানের গেটে পোস্টার লাগানোরও অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, সমগ্র কচ্ছ জেলা হিন্দু সমাজের কাছে ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমাপ্রার্থী সংস্থা।

ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক গান্ধীধাম এলাকায় সংস্থার শোরুমের এক কর্মী জানান, “আজ, বুধবার শোরুমের সামনে প্রায় ১২০ জনের একটি জমায়েত হয়। তাঁদের মধ্যে ৬-৭ জন জোর করে শোরুমের মধ্যে ঢুকে কর্মীদের গালিগালাজ করেন।

আরও পড়ুনঃ অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার খড়্গপুরের ব্যবসায়ী

তাঁরা বলেন যে, তাঁরা হিন্দু এবং এ ধরনের বিজ্ঞাপন বরদাস্ত করবেন না। আমরা ওঁদের বোঝাই যে, বিজ্ঞাপনটি আমাদের গয়নার প্রচার হিসেবে করা হয়েছিল, অন্য কিছুর জন্য নয়। আমরা বলি যে, আমরাও হিন্দু। কিন্তু আমাদের কথায় কোনও কর্ণপাত করেননি তাঁরা। তাঁদের মধ্যে কয়েকজন শোরুমের দরজায় পোস্টার লাগিয়ে সেলফিও তোলেন। তারপর তাঁরা চলে যান”।

গত ৯ অক্টোবর সংস্থার তরফে ৪৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপন ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরই তৈরি হয় বিতর্ক। মূলত নিজেদের একটি কালেকশনের জন্যই এই বিজ্ঞাপনটি তৈরি করেছিল সংস্থাটি। বিজ্ঞাপনটি সামনে আসার কিছুক্ষণের মধ্যেই দাঁত-নখ বের করে চলে আসে নেটিজেনদের একাংশ।

আরও পড়ুনঃ অনশনে বসল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা

সেই বিজ্ঞাপনে নাকি ‘লাভ জিহাদ’-কে উৎসাহিত করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা যে শব্দের প্রচলন করেছিলেন। তাঁদের অভিযোগ, ভালোবাসার আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তকরণ করেন মুসলিমরা। একইসঙ্গে ‘ভুয়ো’ ধর্মনিরপেক্ষতা এবং একটি নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের বিশ্বাসে ‘আঘাত’ করায় সংস্থার সমালোচনা শুরু হয়। টুইটারে ইতিমধ্যে শুরু হয়েছে হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ডিংও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here