কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
নবাগতা গুজরাট টাইটান্স পাঁচ উইকেটে হারিয়ে দিল আরেক নতুন দল লখনোউ সুপার জায়ান্টসকে। এদিনের গুজরাটের জয়ের নায়ক রাহুল তেওটিয়া ও মহম্মদ সামি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মহম্মদ সামিরা। তাদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে অসহায় দেখায় লখনোউ সুপার জায়ান্টস ব্যাটসম্যানদের।অধিনায়ক কে এল রাহুল তৃতীয় বলে শুন্য রানে ফিরে যান। এরপর কুইন্টন ডি কক(৭) ,মনিশ পান্ডে(৬), এভিন লিউইস(১০) গেলে চাপে পড়ে যায় লখনোউ সুপার জায়ান্টস।
৪.৩ ওভারের ২৯ রানে চারজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়। এমত অবস্থায় দলের হাল ধরেন দীপক হাড্ডা ও আয়ুস বাদনী পঞ্চম উইকেটে ৮৭ রান যোগ করে। দীপক হুডা ব্যক্তিগত ৫৫ করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন এবং আয়ুস বাদনী ৫৪ রান করেন। শেষের দিকে কুনাল পান্ডিয়া দ্রুত চালিয়ে খেলে ১৩বলে ২১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে লখনোউ সুপার জায়ান্টসের স্কোর হয় ১৫৮ রান।
তবে ব্যাট করতে নেমে শুরুতেই ভালো হয়নি গুজরাটের। শুভমান গিল(০) খাতা না খুলে ফিরে যায়। কিছুক্ষণ পর বিজয় শংকর(৬) আউট হয়ে সাজ ঘরে ফিরে গেলে গুজরাট টাইটানস অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ম্যাথু ওয়েড দলকে টেনে নিয়ে যায়। কিন্তু ম্যাচের ১০.১ ওভারে ৭২ রানের মাথায় হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত ৩৩ রানে আউট হন এবং ৭৮ রানের মাথায় ম্যাথু ওয়েড আউট হলে গুজরাট টাইটান্সও চাপে পড়ে যায়। এসময় ম্যাচের রাশ অনেকটা নিজেদের দখল করে নেয় লখনোউ সুপার জায়ান্টস। কিন্তু রাহুল তেওটিয়ার দুর্ধর্ষ ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর যোগ্য সঙ্গ দেন ডেভিড মিলার। এদিন রাহুল তেওটিয়া ২৪ বলে ৪০ রান করেন। ডেভিড মিলার ২১ রানে ৩০ রানে আউট ফিরে গেলে নবাগত অভিনব মনোহরকে সঙ্গে নিয়ে রাহুল তেওটিয়া গুজরাট টাইটান্সের প্রথম জয় লাভ করে। এদিন অভিনব মনোহর অতি প্রয়োজনীয় ১৫ রান করেন। লখনোউ সুপার জায়ান্টসের দুশন্ত চামিরা দুটি উইকেট নেন। এদিনের ম্যাচের সেরা মহম্মদ সামি।
আরও পড়ুনঃ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসলেন পাঞ্জাব কিংস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584