নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গুজরাটের প্রতিটি শহর, গ্রামে, প্রত্যন্ত এলাকায় করোনা পরীক্ষা হচ্ছে কিনা আদালত জানতে চায় গুজরাট সরকারের কাছে।
গুজরাট সরকার জানিয়েছে মাত্র ৫৩% বেড ভর্তি রয়েছে হাসপাতালগুলিতে। আদালতের প্রশ্ন তাহলে সরকারি, বেসরকারি কোনো হাসপাতালে বেড নেই বলে কেন এত শোরগোল?এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে গুজরাট সরকারকে।
Gujarat HC hearing suo moto case on COVID19 situation:
Is testing being done in every town, taluka of Gujarat or not", Court asks the state govtYou say only 53% beds are occupied,so why's there so much noise about beds aren't being available in pvt& govt hospitals, HC asks
— ANI (@ANI) April 15, 2021
যদিও সরকার পক্ষ আদালতে জানিয়েছে হাসপাতালগুলির ৫৩% বেড ভর্তি, কিন্তু বহু জাতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সর্বত্র খবর ও ছবি ছড়িয়ে পড়েছে আহমেদাবাদে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের লাইন এবং সব কটিতেই রয়েছেন করোনা রোগী।
আরও পড়ুনঃ হাসপাতালে খালি নেই বেড! দীর্ঘ অপেক্ষায় করোনা রোগীর অ্যাম্বুলেন্স
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584