কোলকাতায় গুলজারের গুলিস্তান-এ গুলজারিশ প্রকাশে শঙ্খ ঘোষ ও সন্দীপ রায়

0
310

ফারুক আহমেদ,নন্দন, কলকাতা:

গুলজারের প্লুটো ও পান্তাভাতে প্রকাশে শঙ্খ ঘোষ ও সন্দীপ রায়।

গতকাল নন্দন এক নম্বর প্রেক্ষাগৃহে গুলজার-এর দুটি বই প্লুটো ও পান্তাভাতে প্রকাশ করলেন শঙ্খ ঘোষ ও সন্দীপ রায়। গুলজার-এর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু মৈত্র ও শ্রীজাত। এর পাশাপাশি ছিলেন গুলজার-এর দুটি বই পান্তাভাতে ও প্লুটো এর লেখক সঞ্চারী মুখোপাধ্যায় ও শেখ সদর নইম।

নন্দন ১ প্রেক্ষাগৃহে শনিবার এই আয়োজন সকলকেই মুগ্ধ করে। বই দুটি প্রকাশ করেছে দে-জ পাবলিশিং। গুলজার-কে নিয়ে একটি প্রদর্শনী চলবে আজ নন্দন ৪-এ  চারটে থেকে আটটা পর্যন্ত। সুধাংশু শেখর দে দে’জ পাবলিশিং আর সৃঞ্জয় বোস সম্পাদক, সংবাদ প্রতিদিন এর নিবেদনে গুলজার-কে বাংলার মানুষ নতুন ভাবে কাছে পেল।

কবি, লেখক, গীতকার, চলচ্চিত্র নির্মিতা এবং সংলাপ লেখক গুলজার বিরল প্রতিভা। ভারতীয় চলচ্চিত্র, সংস্কৃতি এবং সাহিত্যের জগতে এক বিশাল উচ্চাসনে তিনি বিরাজ করেন। বহু ভাষায় রচিত তাঁর লেখা পাঠকে মুগ্ধ করে। পোখরাজ, ত্রিবেণী সহ কয়েকটি কাব্য সংকলন পাঠককে গভীর ভাবে ভাবায় ও দাগ কাটে।
গুলজার ২০ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সাতবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সাহিত্য অকাদেমি পুরস্কারেও তাঁকে ভূষিত করা হয়। তিনি সম্মানিত হন পদ্মভূষণ পুরস্কারেও। ২০০৮ সালে তাঁর গান ‘জয় হো’র জন্য অস্কার পুরস্কার দেওয়া হয়। ২০১০ সালে তিনি পান গ্র্যামি সম্মানও পান।
২০১৪ সালে ভারত সরকার গুলজার সাহেবকে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে প্রদান করে।

দে’জ পাবলিশিং এর পক্ষ থেকে সম্মান দিয়ে গুলজার জিকে বিশেষ সম্মানিত করেন শুধাংশুশেখর দে ও অপু দে।
রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য তথ্য ও সংস্কৃত দফতর এর প্রধান সচিব বিবেক কুমার রাজ্য সরকার এর পক্ষ থেকে গুলজার-এর হাতে সম্মান তুলে দিলেন। নন্দন এর পক্ষ থেকেও সম্মান প্রদান করা হয়। সংবাদ প্রতিদিন এর সম্পাদক সৃঞ্জয় বোসও গুলজার সাহেবকে বিশেষ সম্মান নিজে হাতে তুলে দেন।

দর্শকাসনে স্বাশ্বত ও শ্রীজাত।

বাঙালির ভালবাসা আর সম্মান প্রদান এর আয়োজন ছিল চোখে দেখার মতো।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here