বিশেষ মর্যাদাহীন কাশ্মীরের প্রথম নির্বাচনে জয়ী গুপকার জোট, একক বৃহত্তম বিজেপি

0
162

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীর উপত্যকায় প্রথম কোনও নির্বাচনে অসাধারণ ফল করল কেন্দ্রবিরোধী গুপকার জোট। প্রায় ১০০-রও বেশি আসনে জয়ী হয়েছে গুপকার জোটের প্রার্থীরা। বিজেপিও ভাল ফল করেছে জম্মু অঞ্চলে।

Kashmir Election | newsfront.co
ফাইল চিত্র

সামগ্রিকভাবে একক বৃহত্তম দল হিসাবে উঠে এল বিজেপি। জম্মু, উধমপুর, কাঠুয়া এবং সাম্বা সেক্টরের হিন্দু অধ্যুষিত এলাকায় ভালো ফল বিজেপির। তবে কাশ্মীর উপত্যকায় জোটের ফল উৎসাহ যোগাচ্ছে মেহবুবা-আবদুল্লাদের।

পাঁচটি জেলা উন্নয়ন পরিষদে বিজেপি বা জোট কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেক্ষেত্রে কিং মেকার হতে চলেছেন নির্দল প্রার্থীরা। মোদীর প্রতি মানুষের আস্থার প্রতিফলন- নির্বাচনের ফলাফলকে এই হিসাবে ব্যাখ্যা করছে বিজেপি। অন্যদিকে, কাশ্মীর উপত্যকায় সাফল্যকে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত জবাব হিসাবে আখ্যা দিয়েছে গুপকার জোট।

আরও পড়ুনঃ পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে খতম মোস্ট ওয়ান্টেড মাও নেতা

বিজেপি নেতা তথা নির্বাচনী প্রধান সইদ শাহনওয়াজ হুসেন বলেন, এই নির্বাচনের ফল বুলেটের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের আস্থার প্রতিফলন। তিনি বলেছেন, নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই বুঝিয়ে দিচ্ছে যে, তাঁরা বুলেট-গ্রেনেডের বদলে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখেন।

আরও পড়ুনঃ উস্কানি সম্প্রচারের অভিযোগে ২০ হাজার ইউরো জরিমানা রিপাবলিক ভারত টিভির

গুপকার জোটকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই ফলাফলকে কষ্টার্জিত জয় আখ্যা দিয়েছেন। তিনি বলেন, উপত্যকার মানুষ ৩৭০ বিলোপকে মেনে নেয়নি। কাশ্মীরের মানুষ ফের রাজ্যের বিশেষ মর্যাদার জন্য লড়াই করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here