নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২৯ জুলাই মোহনবাগান সমর্থকদের কাছে আবেগের দিন। যে যেখানে থাকুক সেই দিন ক্লাবে সবাই এসে মিলিত হবে। কত পুরোনো ময়দানের দল বদলের স্মৃতি উঁকি দেবে। তবে এবার করোনা সব কেড়ে নিয়েছে। সে কারণে ভার্চুয়াল হবে মোহনবাগান দিবস। তবে সেটা হলেও আবেগ কি থেমে থাকে!
এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন হকিতে অলিম্পিক খেলা গুরবক্স সিং ও ক্রিকেটার পলাশ নন্দী। জীবন কৃতি পুরস্কার পাচ্ছেন হকির রাজা ধ্যানচাঁদের অশোক কুমার।

মোহনবাগানে খেলা প্রাক্তন ফুটবলার প্রণব নন্দী, প্রাক্তন অ্যাথলেটিক তারকা মনোরঞ্জন পরেল। সেরা ফুটবলার হচ্ছেন মোহনবাগানকে আই লীগ জেতানো জোস্ বেইতিয়া। সেরা জুনিয়র ফুটবলার পুরস্কার পাচ্ছেন সজল বাগ।

আরও পড়ুনঃ লেগ বিফোর নিয়ম পরিবর্তন হোক চান সচিন
এবছর চালু হচ্ছে প্রয়াত সচিব অঞ্জন মিত্র নামে সেরা প্রশাসক পুরস্কার সেই পুরস্কারের জন্য বর্তমান ক্লাব সভাপতি টুটু বসুর নাম ঘিরে চলছে জল্পনা। এতদিন নিজের গাঁটের টাকা দিয়ে ক্লাব চালিয়েছেন এবং কথা মতো মোহন বাগানকে আইএসএল খেলার জন্য টুটু বসুকে এই পুরস্কার দেওয়া হতে পারে মনে করা হচ্ছে। এবারের মোহনবাগান দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584