পুরি-হালুয়ার বদলে অক্সিজেন লঙ্গর!

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে শ্রী গুরু সিং সভা গুরুদ্বারে দিনভর দেওয়া হচ্ছে অক্সিজেন। দিল্লির ভয়াবহ করোনা পরিস্থিতিতে জনসেবায় দৃষ্টান্তমূলক উদাহরণ।দেশের যেকোন বিপর্যয়ের পরিস্থিতিতে বারেবারে এগিয়ে এসেছে শিখ সম্প্রদায়ের উপাসনাস্থল গুরুদ্বারগুলি। অভুক্তদের খাবার দেওয়া, আশ্রয়হীনদের আশ্রয় দেওয়া সবকিছুতে গুরুদ্বারগুলি সবসময়ই অগ্রণী ভূমিকা নিয়েছে।

gurdwara | newsfront.co
ইন্দিরাপুরম শ্রী গুরু সিং সভা গুরুদ্বার। ছবি সৌজন্যেঃ এএনআই

গত বছরও করোনা অতিমারীর সময়ে সারাদেশের গুরুদ্বারগুলি সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিল। ব্যতিক্রম হলো না এবারেও। এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ-এ সবথেকে বড় সংকট দেশজুড়ে অক্সিজেনের জন্য হাহাকার। সেই ঘাটতি মেটাতে এবার নিজেদের লঙ্গরখানাতেই অক্সিজেন তৈরির পরিকাঠামো তৈরি করে ফেলেছেন তাঁরা। তৈরি করছেন করোনার চিকিৎসার মূল উপকরণ ‘অক্সিজেন’।

oxygen langar | newsfront.co
ছবি সৌজন্যেঃ এএনআই

দিল্লি-হরিয়ানার বিভিন্ন হাসপাতালগুলিতে এই অক্সিজেন সরবরাহ করা হবে, তাতে কিছুটা হলেও রেহাই মিলবে অক্সিজেন সংকট থেকে, এমনটাই আশা সাধারণ মানুষের।করোনা ভাইরাসের বর্তমান মিউট্যান্ট স্ট্রেনে এবার আক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে, তাই প্রয়োজন পড়ছে বাড়তি অক্সিজেন।

আরও পড়ুনঃ অক্সিজেনের অভাবে ২০ জনের মৃত্যু দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক জরুরি বৈঠক করে আরও বেশি করে অক্সিজেন উৎপাদনে জোর দেওয়ার কথা বলেছেন। অন্যান্য রাজ্যের মধ্যে অক্সিজেনের আকাল দিল্লিতে সব চাইতে বেশি কারণ দিল্লিতে কোনো অক্সিজেন প্ল্যান্ট নেই। বাড়তি অক্সিজেনের চাহিদা অনুযায়ী মিলছে না যোগান, ফলত রুগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলি।এই পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে গাজিয়াবাদের এই গুরুদ্বার।

গুরুদ্বারের ম্যানেজার জানিয়েছেন এখনো পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে ২০০ মানুষের জীবন বাঁচাতে পেরেছেন তাঁরা, জেলার ডিএম, এসপি দের কাছে তাঁরা আবেদন করেছেন আরো বেশি সংখ্যায় সিলিন্ডার যদি তাঁরা জোগাড় করে দিতে পারেন গুরুদ্বার আরো বেশি পরিমাণ অক্সিজেনের যোগান দিতে পারবে , বাঁচবে সাধারণ মানুষ। একই সঙ্গে ভিড় এড়াতে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে ৬০% বেড রাখতেই হবে করোনা রোগীদের জন্য, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

স্বাভাবিক ভাবেই জনমানসে প্রশ্ন উঠছে একটি গুরুদ্বার যদি প্রয়োজনের ভিত্তিতে অক্সিজেন তৈরি করে মানুষের প্রাণ বাঁচাতে পারে, একটি নির্বাচিত সরকার কেন যুদ্ধকালীন তৎপরতায় তা করতে পারলো না? দেশের মানুষের চিকিৎসার সাধারণতম উপাদান কেন তারা যোগান দিতে পারছে না, অক্সিজেনের অভাবে কেন রুগীরা মারা যাচ্ছেন!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here