রাজ্যে গুটখা পানমশলা নিষিদ্ধ

0
110

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

১ বছরের জন্য পশ্চিমবঙ্গ সরকার গুটকা নিষিদ্ধ করলো। আগামী ৭ নভেম্বর থেকে তামাক ও নিকোটিন যুক্ত গুটকা, পানমশালা কার্যকরী ভাবে নিষিদ্ধ করা হবে।

gutka Prohibited in the state | newsfront.co
সংবাদ চিত্র

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইতিমধ্যেই। প্রতি বছর তামাকজাত গুটকা, পানমশলা দ্রব্য সেবনের ফলে যত লোক ক্যানসার আক্রান্ত হয়, সেই ক্ষতির কথা মাথায় রেখেই এই জরুরী পদক্ষেপ।

gutka Prohibited in the state.jpg | newsfront.co
সরকারি বিজ্ঞপ্তি। নিজস্ব চিত্র

সূত্রের খবর, তামাক ব্যবহারের বিরূপ প্রভাব নিয়ন্ত্রণে সরকার এই পদক্ষেপ নিয়েছে। দেখা গেছে যে, কেবল প্রাপ্তবয়স্করা নয় কিশোর থেকে যুবক গুটকা এবং পানমশলা সেবনে রোগাক্রান্ত হচ্ছে।

এই গণ ক্ষতির হাত থেকে রাজ্যকে বাঁচাতেই সরকারের এই পদক্ষেপ। এর আগে পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালের মে মাসে এক বছরের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here