৫ অগাস্ট খুলছে জিম-যোগাসন কেন্দ্র, সুরক্ষাবিধি প্রকাশ করল কেন্দ্র

0
54

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা মোকাবিলায় বেশ কয়েক মাস দেশজুড়ে লকডাউন চলার পর শুরু হয়েছে আনলক পর্ব। এই আনলক পর্বে শিথিল হয়েছে বেশকিছু বিধিনিষেধ। এর মধ্যেই আনলক ১ এবং আনলক ২ পর্ব অতিক্রম করে ফেলেছি আমরা।

GYM | newsfront.co
প্রতীকী চিত্র

সম্প্রতি দেশজুড়ে শুরু হয়েছে আনলক ৩। আর এই আনলক ৩ পর্যায়ে খুলছে জিম, যোগাসন কেন্দ্র। ৫ অগাস্ট থেকে কনটেইনমেন্ট জোনের বাইরের এলাকায় জিম ও যোগাসন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার আগেই করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সেদিকটি মাথায় রেখে জিম, যোগাসন কেন্দ্রে সুরক্ষাবিধি প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

আরও পড়ুনঃ কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প

অন্যদিকে, কনটেইনমেন্ট জোনভুক্ত এলাকায় জিম, যোগাসন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের জিমে যাওয়া চলবে না। সেইসঙ্গে যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা অন্তঃসত্ত্বা ও ১০ বছরের কম বয়সী শিশুদেরও জিমে যাওয়া নিষিদ্ধ। জিমে গেলে সর্বক্ষণ মাস্ক পরা বাধ্যতামূলক। তবে শরীরচর্চা করার সময় কেবল মুখ ঢাকা রাখলেই চলবে।

আরও পড়ুনঃ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, শরীরচর্চা করার সময় মাস্ক (বিশেষত এন-৯৫) পরে থাকলে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। হাউসকিপিং স্টাফদেরও সুরক্ষাবিধি সম্পর্কে অবগত করতে বলা হয়েছে।

জিমে ৬ ফিট দূরত্ববিধি বজায় রাখার কথাও বলা হয়েছে। পার্সোনাল ট্রেনারের সঙ্গে যিনি শরীর চর্চা করছেন, তাঁদের মধ্যে দূরত্ব ৬ ফিট বজায় রাখার কথা বলা হয়েছে। শরীরচর্চার সময় যাতে কোনওভাবেই কারও সঙ্গে স্পর্শ করা না হয়, সে ব্যাপারেও জোর দিতে বলা হয়েছে সুরক্ষাবিধিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here