নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এটিকের সঙ্গে মেলবন্ধন হয়ে তো সব দিক থেকে জয়ী হয়েছে মোহনবাগানের ঐতিহ্য, এবার তাতে বাড়তি বোনাস ১৯১১ সালে ব্রিটিশদের হারানো ঐতিহাসিক শিল্ড জয়ী দলের জার্সি পরে এটিকে মোহনবাগান দলের মাঠে নামার সম্ভাবনা প্রবল।
আসলে এটিকে মোহনবাগান কর্তাদের বৈঠকের আগে কেন্দ্রীয়মন্ত্রী ও রাজ্যের সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করেন, যে মোহনবাগান ক্লাবের ইতিহাসকে মাথায় রেখে যাতে ১৯১১ সালের শিল্ড জয়ী দলের আদলের জার্সি পরে যাতে দল খেলে।
আরও পড়ুনঃ বাতিলের পথে ঘরের মাঠে কোহলিদের ইংল্যান্ড সিরিজ
বাবুলের সেই প্রস্তাব ভালো লেগেছে সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বাগানকর্তাদের। সেই কারণে অন লাইন বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। জার্সি তৈরির প্রক্রিয়া শুরু হওয়ার কথা খুব তাড়াতাড়ি। সব ম্যাচে না হলেও কিছু ম্যাচে হতে পারে সেই জার্সি পরে ম্যাচ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584