অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএসএল টেবলের এক নম্বর দলের কাছে হারার পরে এবার তিন নম্বর এফসি গোয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে দু’নম্বর দল এটিকে মোহনবাগান।
রবিবার, ফতোরদা স্টেডিয়ামে। গত ম্যাচে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র কাছে ০-১-এ হারার পরে এই ম্যাচে নিশ্চয়ই জেতার জন্য মরিয়া হয়েই নামবে কলকাতার দল। না জিততে পারলে নিজেদের জায়গাটা যে গোয়াকে ছেড়ে দিতে হবে তাদের। ফলে নিজেদের দুই নম্বরে টিকিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তা নেই আন্তোনিও লোপেজ হাবাসের দলের।
মাত্র দু’পয়েন্ট কম নিয়ে তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর এক স্প্যানিশ হুয়ান ফেরান্দোর দলের ফুটবলাররা। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে এফসি গোয়া। কিন্তু রবিবাসরীয় লড়াইয়ে একে অপরকে যে জোর টক্কর দিতে চলেছে এটিকে মোহনবাগান ও এফসি গোয়া এই নিয়ে কোনও সন্দেহ নেই।
গত ম্যাচের হার নিয়ে ভাবতে চান না তিরিদের কোচ হাবাসও। তিনি শুক্রবার সাংবাদিকদের ভার্চুয়াল বৈঠকে বলেন, “গত ম্যাচ এখন ইতিহাস। আর ইতিহাস বদলেও যায়। এটাই ফুটবল। আমাদের কঠিন লড়াই চালিয়ে যেতে হবে আর প্রতি ম্যাচেই জিততে হবে। শেষ ম্যাচে কী হয়েছে, তা ভাবলে চলবে না।”
আরও পড়ুনঃ ড্র হলেও দলের ইচ্ছা শক্তির প্রশংসা লাল হলুদ কোচের
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাঁদের ম্যাচ নিয়ে যেমন কোনও মাথাব্যথা নেই হাবাসের, তেমনই প্রথম লেগে গোয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়েও কোনও চর্চা করতে চান না তিনি। বললেন, “আমরা জানি গোয়ার দলে ভাল খেলোয়াড়রা আছে, ওরা ভাল দল। আমাদেরও দলও সে রকমই। আগের ম্যাচ এখন অতীত। এটা পুরো আলাদা লড়াই। ফুটবলে দুটো ম্যাচ কখনও এক রকমের হয় না। প্রতিপক্ষ হিসেবে ওরা কঠিন। তবে আমাদেরও চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা আছে।”
আরও পড়ুনঃ ২০ জানুয়ারির মধ্যে সব আইপিএল ফ্রাঞ্চাইজিকে প্লেয়ার রাখা ও ছাড়ার কথা জানাতে হবে
রয় কৃষ্ণা গত ছ’টি ম্যাচে মাত্র দু’টি গোল পেয়েছেন। এই নিয়ে সমর্থকেরা চিন্তিত হয়ে পড়লেও কোচের কিন্তু কোনও দুশ্চিন্তা নেই। বললেন, “রয় কৃষ্ণা তো আর আমাদের দলে একা খেলে না। গত ম্যাচে আমাদের দলের সব স্ট্রাইকাররা খেলেছিল। ডেভিড, মনবীর, রয়, এডু, হাভি সবাই। এরা ছাড়া আমাদের আর স্ট্রাইকার নেই। তা ছাড়া বিপক্ষের ডিফেন্সকেও তো গুরুত্ব দিতে হবে।”
রবিবার পুরো শক্তির দলই নামাতে পারবেন সবুজ-মেরুন শিবিরের স্প্যানিশ কোচ। কার্ল ম্যাকহিউও এখন ফিট বলে জানান তিনি। বলেন, “কাল আমরা পুরো দলই পাচ্ছি। কার্ল এখন চোটমুক্ত। মরশুমের প্রথমার্ধের পরে আমার দলের পারফরম্যান্সে আমি বেশ খুশি। তবে আমাদের আরও ভাল খেলতে হবে। এখন এটাই আমাদের লক্ষ্য।”
অন্যদিকে, এফসি গোয়ার কোচ হুয়ান ফেরান্দো দলের ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চান। তাঁর মতে, “কাল একটা ভাল দলের বিরুদ্ধে ম্যাচ আমাদের। আরও তিন পয়েন্ট তোলার সুযোগও রয়েছে আমাদের সামনে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584