অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
কলকাতার ডার্বিতে কোনো অংক হয় না। চাপের ম্যাচ যে ভালো খেলবে সেই জিতবে, এই চির প্রবাদ কথাটা বোধহয় এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস খুব ভালো করে জানেন। তাই ইস্টবেঙ্গল লিগ টেবিলের নয় নম্বরে আর তারা শীর্ষে থাকলেও ইস্টবেঙ্গলকে হালকা ভাবে নিচ্ছেন না তিনি।
এই ম্যাচ নিয়ে সতর্ক সবুজ মেরুন শিবির। তাই আগামী কালের বড় ম্যাচের আগে কোনও ভাবেই আত্মতুষ্ট হতে নারাজ হাবাস। তিনি বলেন, ‘‘ডার্বি সব সময়ই আলাদা একটা ম্যাচ। এই ম্যাচে জয় পুরো ছবিটা বদলে দেয়। তবে আমরা এই ম্যাচটা অন্যান্য ম্যাচের মতোই খেলব। আক্রমণ ও রক্ষণে সামাঞ্জস্য বজায় রেখে খেলতে হবে এই ম্যাচে। মাঝমাঠের দখল রাখতে হবে নিজেদের কাছে।”
আরও পড়ুনঃ ১৩ মার্চ আইএসএল ফাইনাল
প্রথম লিগের এই ডার্বিতে জয় পেলেও এই ম্যাচ পুরোপুরি আলাদা মনে করেন সবুজ মেরুন কোচ। তিনি বলেন, ‘‘ওদের দলে বেশ কিছু নতুন ফুটবলার আছে, যারা ভাল খেলছে। তাই এই ম্যাচ একেবারেই আলাদা।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584