দলের ডিফেন্স ডোবাল মানছেন না হাবাস

0
72

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

প্রথম তিন ম্যাচে একটাও গোল না খাওয়া দলটা যখন হঠাৎ করে দু’গোল খেয়ে বসে, তখন তার ডিফেন্সের দিকে আঙুল ওঠাটাই স্বাভাবিক। সন্দেশ ঝিঙ্গালের মত ভারতের এক নম্বর ডিফেন্ডারকে এত দামে নিলেও কোনো লাভ হয়নি তিলক ময়দান স্টেডিয়ামে জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হারার পর সেই অভিযোগই উঠছে।

Antonio Lopez Habas | newsfront.co

জামশেদপুরের দু’টি গোলই আসে দু’টি গোলই করেন সুযোগসন্ধানী স্ট্রাইকার নেরিজাস ভাল্সকিস এদিন বিপক্ষের ঘনঘন আক্রমণের চাপে এটিকে মোহনবাগান রক্ষণকে আগের তিন ম্যাচের চেয়ে দুর্বল লেগেছে।

এ সব সত্ত্বেও স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস মানতে রাজি নন, রক্ষণের গলদের জন্য এদিন মরসুমের প্রথম হার স্বীকার করতে হল তাঁর দলকে।

আরও পড়ুনঃ ঘোষিত আই লীগের সূচি প্রথম ম্যাচ মহামেডান-সুদেভা

ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমাদের ডিফেন্সের কোনও গলদ ছিল বলে মনে হয় না। দুটো গোলই আমরা খেয়েছি সেট পিস থেকে। এই প্রথম সেট পিসে গোল খেলাম। এটা দুর্ঘটনা বলতে পারেন। ওদের লম্বা খেলোয়াড়ের সংখ্যা বেশি, সেটাও একটা কারণ হতে পারে।“

আরও পড়ুনঃ বিরাট লড়াইতেও শেষ টি-টোয়েন্টিতে হার ভারতের

সেট পিসে গোল খাওয়া নিয়ে তিনি যে খুব একটা দুশ্চিন্তায় নেই, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন এদিন। বললেন, “গত বছর আমার দল কর্নার থেকে একটা গোল খেয়েছিল। আজ দুটো। আমার মনে হয় না সেট পিসে গোল আটকানোর ব্যাপারে আমাদের খুব একটা খামতি আছে। যেটুকু রয়েছে, অনুশীলনে ঠিক করে নিতে হবে আমাদের। এটা আমার কাছে এমন কিছু চিন্তার বিষয় নয়। ওদেরও তো কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে। সেটাই বা ভুলে গেলে চলবে কী করে?”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here