অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
মনবীরের জোড়া গোলে এগিয়ে যাওয়ার পরে রয় কৃষ্ণর জোড়া গোল শনিবার বাম্বোলিমে প্রত্যাশিত জয় এনে দিল এটিকে মোহনবাগানকে। এই নিয়ে চার গোল করে ফেললেন মনবীর। চলতি আইএসএলে সুনীল ছেত্রী ছাড়া একজন ভারতীয় ফরোয়ার্ডের এমন সাফল্য সচরাচর খুব একটা দেখা যায়নি।
সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের গলাতেও তাঁকে নিয়ে প্রশংসা শোনা গেল শনিবার ম্যাচের পরে। কোচ বলেন, “মনবীর আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আজ ও দুর্দান্ত খেলেছে। ওর প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আসন্ন ম্যাচগুলোতে ওকে আরও ধারাবাহিক হতে হবে। এটাই এখন মনবীরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
আরও পড়ুনঃ তৃতীয় দিন রাতের টেস্টের জন্য বুমরাহকে, দ্বিতীয় টেস্টে বাদ দেওয়ার পক্ষে গম্ভীর
এদিন ১১ মিনিটের মাথায় বক্সের বাঁ দিক থেকে মার্সেলিনহোর ক্রসে পাওয়া বল প্রণয় হালদার দেন বক্সের মাথায় থাকা রয় কৃষ্ণাকে। বক্সের ডান দিকে থাকা মনবীরকে পাস দেন তিনি। বাঁ পায়ে হাওয়ায় ভাসানো শটে গোলের বাঁ দিকের কোন দিয়ে তিনি বল ঢুকিয়ে দেন গোলে। এমন অসাধারণ কার্লিং শটে গোল এবারের আইএসএলে সম্ভবত আর হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584